১ নভেম্বর ৫১ বছরে পা দিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক পুরোনো স্মৃতি। সকলেই জানেন, তিনি প্রথম ভারতীয় যিনি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন ১৯৯৪ সালে। ২১ বছর বয়সে বিশ্বসুন্দরীর মুকুট পরেন মাথায়। কিন্তু এই প্রতিযোগিতা তিনি যে প্রশ্নের উত্তর দিয়ে জিতেছিলেন জানেন সেটা কী?
আরও পড়ুন: রিহ্যাব থেকে ছাড়া পাওয়ার মাস ঘুরতে না ঘুরতেই ফের মঞ্চে নোবেল, কথা মতো সত্যিই কি বদলালেন নিজেকে?
ঐশ্বর্যর কোন উত্তর তাঁকে বিশ্বসুন্দরীর খেতাব জিততে সাহায্য করে?
১৯৯৪ সালে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বিচারকরা ঐশ্বর্য রাই বচ্চনকে জিজ্ঞেস করেছিলেন যে বিশ্বসুন্দরীর মধ্যে কোন কোন গুণগুলি থাকা আবশ্যক। এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, 'যিনি মিস ওয়ার্ল্ড হবেন তাঁকে আপ টু ডেট থাকতে হবে, তাঁদের ভালো লাগার প্রতি যে তাঁরা কম্প্যাশনেট সেটা প্রমাণ করতে হবে। যাঁরা সমাজের পিছিয়ে পড়া অংশ তাঁদের জন্য ভাবতে হবে। কেবল উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা সম্মানীয় মানুষদের কথা ভাবলেই হবে না। দেশ, রং, বর্ণ নির্বিশেষে কাঁটাতারের সীমারেখা পেরিয়ে গিয়ে ভাবতে হবে, কাজ করতে হবে। একজন প্রকৃত মানুষ হতে হবে। একজন সত্যিকারের মানুষ। আর তাতেই সে একজন প্রকৃত মিস ওয়ার্ল্ড হয়ে উঠতে পারবেন।'
১৯৯৪ সালে ঐশ্বর্য রাই বচ্চন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে কথা বলেছিলেন তাঁর ভারতীয় যোগের সম্পর্কে, তাঁর দেশের ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে। বলেছিলেন কীভাবে এই দেশে বিভিন্ন ধরনের সংস্কৃতির মানুষ একসঙ্গে একত্রে বসবাস করেন। অভিনেত্রীর কথায়, 'গোটা পৃথিবী আছে আমাদের ভারতে। কত ধর্ম, কত বর্ণ আছে ভারতে। অনেক সংস্কৃতি, মানুষের সম্মেলন ঘটে এখানে। আমরা জানি সবাইকে নিয়ে থাকতে হয় কীভাবে।'
আরও পড়ুন: আশ্রিতা পরিজাতের সঙ্গে মিলে মিত্তির বাড়িকে এক করতে তৈরি আদৃত! শিকড়কে অটুট রাখতে পারবে কি?
১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর ১৯৯৭ সালে তামিল এবং হিন্দি সিনেমায় ডেবিউ করেন ঐশ্বর্য রাই বচ্চন। উপহার দিয়েছেন বহু হিট। ২০০৭ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চনের সঙ্গে। তাঁদের একটি মেয়েও আছে, আরাধ্যা। কিন্তু বর্তমানে কানাঘুষোয় শোনা যাচ্ছে তাঁদের নিয়ে ভাঙতে চলেছে।