গতকাল রাতে SIIMA অ্যাওয়ার্ডস ২০২৪-এ অংশ নেওয়া অনেক সেলিব্রিটির মধ্যে দেখা গেল ঐশ্বর্য রাই বচ্চনকে। রেড কার্পেট লুক দিয়ে ভক্তদের মুগ্ধ করলেন তিনি। পাশে ছিলেন মেয়ে আরাধ্যা বচ্চন।
SIIMA অ্যাওয়ার্ডসের ছবিগুলিতে দেখা যাচ্ছে যে, ঐশ্বর্য তাঁর মেয়ে আরাধ্যার সঙ্গে একটি কালো আনারকলি গাউন পরে অংশ নেন। রেড কার্পেট অনুষ্ঠানে হাত ধরাধরি করে হাজির হতে দেখা যায় মা-মেয়ে জুটিকে। তিনি তার ভক্তদের সঙ্গে পোজও দিয়েছিলেন এবং ছবি তোলেন। এদিন মণি রত্নমের 'পোন্নিয়িন সেলভান ২' ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (সমালোচক) পুরস্কার জিতে নেন ঐশ্বর্য। তিনি পরিচালক কবির খানের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। আরাধ্যা তার মায়ের সঙ্গে যুগলবন্দি করে একটি ছোট কালো কুর্তা এবং পালাজো সেট পরেছিলেন।
আরও পড়ুন: রাতে হঠাৎ কম পড়ে ২০০ জনের খাবার, তারপর কী হল ডাক্তার আন্দোলনে, জানালেন অগ্নি
তবে খুব পরিষ্কার দেখা গেল ঐশ্বর্য রাই বচ্চনের আঙুল ফাঁকা। অর্থাৎ হাতে যে বিয়ের আংটি ছিল এতদিন, সেটি এখন আর নেই। কদিন আগে অভিষেক বচ্চনকেও এভাবেই বিয়ের আংটি ছাড়াই দেখা গিয়েছিল। দুজনের বিচ্ছেদের এই গুঞ্জন চলছে বছরখানেক ধরেই। কিন্তু এখনও বচ্চন পরিবারের তরফে কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি। ওঠা এই গুজবে, মুখও খোলেননি কেউ।
আরও পড়ুন: জন্মদিনে আদুরে শুভেচ্ছা মা-বাবার! ১৫ বছর বয়সে মুম্বইয়ের বাড়ি ছাড়েন আরভ, এখন কী করেন অক্ষয়-পুত্র
২০০৭ সালে ঐশ্বর্যকে বিয়ে করেন অভিষেক। ২০১১ সালে তাদের একটি কন্যা সন্তান আরাধ্যার জন্ম হয়। বিয়ের ১৬ বছর পর হঠাৎই অভিষেক-ঐশ্বর্যর বিয়ে ভাঙার খবর নিয়ে সরগরম চারদিক। খবর রয়েছে, অনেকদিন ধরেই তিনি জলসা থেকে আলাদা থাকছেন। সেপ্টেম্বরের শুরুর দিকে, ঐশ্বর্য ও আরাধ্যার জলসায় আগমনের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। ভিডিয়োতে দেখা যায়, বাড়ির বাইরে গাড়ি থেকে নামছেন ঐশ্বর্য ও আরাধ্যা। স্কুল ইউনিফর্মে দেখা মিলল অভিষেক-কন্যার। সবুজ রঙের পোশাকে দেখা যায় অ্যাশকে।
আরও পড়ুন: মাসাবার গায়ের রং কালো, গর্ভের সন্তান ফর্সা পেতে খেতে বলা হল, রোজ একটা করে…
মা-মেয়ে জুটি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ফটোগ্রাফারদের জন্য পোজ দেননি। ঐশ্বর্যকে বেশ বিষণ্ণ মেজাজে দেখা গেছে, অন্য দিকে আরাধ্যাকেও নিজের মধ্যে মগ্ন থাকতে দেখা যায়।