অভিনেত্রী ঐশ্বর্য রাই তাঁর শ্বশুর অমিতাভ বচ্চনকে জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার ইনস্টাগ্রামে ঐশ্বর্য রাই, তাঁর মেয়ে আরাধ্য বচ্চনের সঙ্গে অমিতাভ বচ্চনের একটি পুরনো ছবি শেয়ার করেছেন।
অমিতাভ যখন সেলফি তুলছিলেন, তখন ছোট আরাধ্যা দাদুর কাঁধে মাথা রেখে হাসছিলেন। ছবিতে অমিতাভ একটি ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন। মাথায় আবার ছিল আরাধ্যার টিয়ারা। আর এই ছবি শেয়ার করে ঐশ্বর্য লিখলেন, ‘শুভ জন্মদিন প্রিয় পাপা-দাদাজি! ইশ্বর সর্বদা আপনার মঙ্গল করুন।’
দীর্ঘসময় ধরে অভিষেক ও ঐশ্বর্যর মধ্যে ডিভোর্স নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল। এমনকী, গত বছর শ্বশুরমশাইকে জন্মদিনের শুভেচ্ছাও জানাননি রাই-সুন্দরী। উল্টোদিকে ঐশ্বর্যর জন্মদিনে চুপ ছিল গোটা বচ্চন পরিবারও, অন্তত সোশ্যাল মিডিয়াতে আসেনি কোনো পোস্ট। তাই নানা ধরনের জল্পনা-কল্পনা তৈরি হয় নেটিজেনদের মধ্যে। ঐশ্বর্যর শনিবারের পোস্ট তাই নিঃসন্দেহে বিশেষ।
শনিবার ৮৩তম জন্মদিন পালন করেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। শত্রুঘ্ন সিনহা, কৃতি শ্যানন এবং মনোজ বাজপেয়ীর মতো বেশ কয়েকজন সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে শুভেচ্ছা জানান। ফারহান আখতার, কাজলের থেকেও আসে পোস্ট।
শনিবার অমিতাভ বচ্চনের বাড়ির বাইরে জড়ো হয়েছিলেন ভক্তরা। হাতে উপহার, ফুল। এদিন সন্ধ্যায় অমিতাভ বচ্চন বিপুল জনতাকে হাতজোড় করে শুভেচ্ছা জানাতে বেরিয়ে এসেছিলেন। সকলের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান সকলকে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অমিতাভকে সাদা কুর্তা পায়জামা পরে আছেন। তাঁকে উজ্জ্বল হলুদ ও কমলা রঙের জ্যাকেট পরতে দেখা গিয়েছে।
অমিতাভ বচ্চন ১৯৭৩ সালের ৩ জুন অভিনেত্রী জয়াকে বিয়ে করেছিলেন। তাঁরা শ্বেতা ও অভিষেক বচ্চন, দুই সন্তানের বাবা-মা। ব্যবসায়ী নিখিল নন্দাকে বিয়ে করেন শ্বেতা। তাঁরা নব্যা নন্দা এবং অগস্ত্য নন্দার পিতামাতা। অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিষেক। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম আরাধ্যা বচ্চন।