বাংলা নিউজ > বায়োস্কোপ > Aishwarya Rajinikanth: ৩.৬০ লাখের সোনা-হিরের গয়না চুরি ঐশ্বর্যর চেন্নাইয়ের বাড়ি থেকে, হল থানায় ডায়েরি

Aishwarya Rajinikanth: ৩.৬০ লাখের সোনা-হিরের গয়না চুরি ঐশ্বর্যর চেন্নাইয়ের বাড়ি থেকে, হল থানায় ডায়েরি

ঐশ্বর্যর চেন্নাইয়ের বাড়ি থেকে সোনা ও হিরের গয়না চুরি। 

ঐশ্বর্য থানায় এফআইআর করেছেন। পুলিশকে জানানো হয়েছে, লকার থেকে ৬০টি সোনার ও হিরের গয়না খোয়া গিয়েছে।

সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য রজনীকান্ত বাড়িতে ঘটল বড় অঘটন। সম্প্রতি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে যে তাঁর লকার থেকে ৬০টি সোনার ও হিরের গয়না খোয়া গিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ঐশ্বর্য টেনাম্পেট পুলিশের কাছে মামলা দায়ের করেছেন। এফআইআর-এ জানিয়েছেন যে, চেন্নাইতে তাঁর বাড়ির কয়েকজন চাকর লকারে গয়না রাখা হয় এই সম্পর্কে অবগত ছিলেন। পুলিশের তরফে আইপিসির ৩৮১ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। একই বিষয়ে চলছে তদন্তও।

সর্বশেষ পাওয়া খবর অনুসারে হারিয়ে যাওয়া গয়নার মোট মূল্য ৩.৬০ লক্ষ্য টাকারও বেশি। যা তিনি সর্বশেষ ২০১৯ সালে বোন সৌন্দর্যার বিয়েতে শেষ ব্যবহার করেছিলেন। ফেব্রুয়ারিতে থানায় এই অভিযোগ দায়ের করা হয়। কারণ তখনই তিনি লকারটি খুলেছিলেন। আর জানতে পারেন তাঁর মহামূল্যবান সোনার অলংকার সব হারিয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঐশ্বর্য স্বীকার করেছেন যে তিনি তাঁর বাড়িতে কাজ করা ঈশ্বরী, লক্ষ্মী এবং তার ড্রাইভার ভেঙ্কটকে সন্দেহ করছেন, যারা সেন্ট মেরি'স রোডে তার বাড়িতে না থাকার পরেও তার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক গত ১৮ বছর ধরে গয়না সংগ্রহ করে আসছিলেন। চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে হীরার সেট, অ্যান্টিক সোনার টুকরো, নবরত্নম সেট, চুড়ি এবং প্রায় ৬০ সোনা যার মূল্য৩.৬০ লক্ষ টাকা।

প্রসঙ্গত, গত বছর সামনে আসে ধনুশ ও ঐশ্বর্যর ডিভোর্সের খবর। সেই সময় যৌথ বিবৃতি দিয়ে একে-অপরের থেকে আলাদা হওয়ার কথা ঘোষণা করেন তাঁরা। ২০২২ সালের ১৭ জানুয়ারি ধনুশ টুইটারে লেখেন, ‘বন্ধু হিসেবে, জুটি হিসেবে, বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথ চলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ঐশ্বর্যা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদেরকে বোঝার পালা।’ প্রসঙ্গত, ২০০৪ সালে রজনীকান্তের মেয়ের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন ধনুশ।

তবে ডিভোর্সের ঘোষণার বছর গড়িয়ে গেলেও এখনও নতুন আপডেট আসেনি। খবর সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে ফের একসঙ্গেই থাকছেন দম্পতি। দুই পরিবারও চান দুই ছেলের কথা মাথায় রেখে যাতে অন্তত একসঙ্গে তাকে ধনুশ আর ঐশ্বর্য।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন