বাংলা নিউজ > বায়োস্কোপ > করোনা আক্রান্ত পরিচালক ঐশ্বর্য, হাসপাতালে ভর্তি রজনীকান্ত কন্যা

করোনা আক্রান্ত পরিচালক ঐশ্বর্য, হাসপাতালে ভর্তি রজনীকান্ত কন্যা

ঐশ্বর্য রজনীকান্ত

হাসপাতালের বিছানায় শুয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ঐশ্বর্য।

এবার করোনা আক্রান্ত সুপারস্টার রজনীকান্ত কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। করোনা আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রজনীকান্ত কন্যা।

এ দিন ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেছেন ঐশ্বর্য। হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। ছবির ক্যাপশনে জানিয়েছেন, 'আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। সমস্তরকম সুরক্ষাবিধি মেনে চলার পরও করোনা আক্রান্ত হলাম। হাসপাতালে ভর্তি রয়েছি। প্রত্যেককে অনুরোধ, সবাই মাস্ক পরে থাকুন, সময় মতো টিকাকরণ করুন, সুরক্ষিত থাকুন।'

ঐশ্বর্য হাসপাতালের বিছানায় শুয়ে নেটমাধ্য়মে ছবি শেয়ার করতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে শুভাকাঙ্খী এবং অনুরাগীরা। 

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি ধনুশ আর ঐশ্বর্য রজনীকান্ত সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। যদিও সেই সময় বাড়ি থেকে বেশ দূরে ছিলেন এই তারকা জুটি। হায়দরাবাদে একটা শ্যুট চলছিল। ১৮ বছরের বিবাহিত জীবন ধনুশ আর ঐশ্বর্যর। যাত্রা আর লিঙ্গ নামে তাঁদের দুই ছেলেও রয়েছে। দুই পরিবারই চাইছে বিষয়টি মিটমাট করে ফের তাঁরা স্বাভাবিক ভাবে পথচলা শুরু করুক।

শোনা গিয়েছে, বিচ্ছেদের কারণ নাকি ধনুশ। কাজের জন্য তিনি এতটাই ব্যস্ত থাকেন যে পরিবারকে সময় দিয়ে উঠতে পারেন না। দুই ছেলে মায়ের কাছেই মানুষ হচ্ছে। রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যও একজন সফল পরিচালক। 

 

বন্ধ করুন