অভিষেকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে চর্চায় রাই সুন্দরী। এর মাঝেই এক বিয়ের অনুষ্ঠানে পাশাপাশি দেখা গিয়েছে অভিষেক-ঐশ্বর্যকে! ডিভোর্স জল্পনার মাঝে সেই ছবি স্বস্তি দিয়েছে বচ্চন পরিবারের ভক্তদের। এর মাঝেই আরও এক অনুষ্ঠানে একফ্রেমে পাওয়া গেল আরাধ্যা-ঐশ্বর্যকে।
আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়তেই আরাধ্যার সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা। সদ্য ১৩-য় পা দিয়েছেন আরাধ্যা। এখন তিনি অফিসিয়্যালি টিনএজার। ভক্তরাও লক্ষ্য করেছেন যে গত কয়েক বছরে আরাধ্যা কতটা লম্বা হয়েছে। ঐশ্বর্যর কাঁধ ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে মেয়ে। উচ্চতার ক্ষেত্রে বাবার হাত রেখেছেন আরাধ্যা।
ছবিতে ঐশ্বর্যকে দেখা গেল হালকা গোলাপি রঙের লেহেঙ্গায়, ন্যূনতম গয়না এবং অনাবৃত চুলে অপরূপা তিনি। মেয়ে আরাধ্যার হাত ধরে হাসিমুখে পোজ দিলেন অভিনেত্রী। আরাধ্যাকে হালকা হলুদ লেহেঙ্গায় বেশ সুন্দর দেখাচ্ছিল। ঐশ্বর্যর মা বৃন্দা রাই একটি সুন্দর নীল শাড়ি পরেছিলেন এবং সঙ্গে স্টেটমেন্ট সোনার নেকলেস।
আরাধ্যা এখন টিনএজার
একটি ফ্যান-মেড পোস্ট ঐশ্বর্য এবং আরাধ্যার এই ছবিটিকে ২০১২ সালের মা ও মেয়ের একটি পুরানো ছবির সাথে তুলনা করেছে যখন আরাধ্যার বয়স ছিল মাত্র এক বছর। থ্রোব্যাক ছবিতে ঐশ্বর্য আরাধ্যাকে কোলে নিয়ে ছিলেন। ছবিটি দেখায় যে কীভাবে আরাধ্যা এখন তার মায়ের মতো লম্বা। ফ্যান পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আরাধ্যা অ্য়াশের মতো লম্বা হয়ে গেছে।’
আরাধ্যার স্কুলিং
ঐশ্বর্য-অভিষেক কন্যা ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে। বলিউডের অধিকাংশ স্টারকিডই আম্বানিদের স্কুলেই পড়াশোনা করে। জানলে অবাক হবেন এই স্কুলের জন্য মাসিক কত টাকা খরচ করতে হয় অভিভাবকদের। যা সাধারণের ধরা-ছোঁয়ার বাইরে। এখনও সপ্তম শ্রেণির গণ্ডি পার করেনি আরাধ্যা। সেই কারণে মেয়ের জন্য মাসে ১ লাখ ৭০ হাজার টাকা স্কুল ফি দিতে হয় ঐশ্বর্যকে। আগামী বছর থেকেই এই বেতন একলাফে বাড়বে। কারণ এই স্কুলে অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত মাস মাইনে ৪ লক্ষ ৪৮ হাজার টাকা।
পড়াশোনার পাশাপাশি স্কুলের এক্সট্রা কারিকুলার কার্যক্রমেও নিয়মিত অংশ নেন আরাধ্যা। বার্ষিক অনুষ্ঠানে আরাধ্যার নাচ কিংবা অভিনয়ের ভিডিয়ো প্রায়শই ভাইরাল হয় নেটপাড়ায়।
গত মাসে আরাধ্যার ১৩ তম জন্মদিন জাঁক করে সেলিব্রেট করেন ঐশ্বর্য। নায়িকার শেয়ার করা ছবিতে দেখা মেলেনি অভিষেকের। যা দেখে অসন্তুষ্ট হন ভক্তরা। পরে অবশ্য সত্যিটা সামনে আসে। দেখা যায়, বচ্চন পরিবারের বাকিরা না থাকলেও মেয়ের জন্মদিনে পাশে ছিলেন অভিষেক।
২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঐশ্বর্য। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম হয় আরাধ্যার। ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছিল মণি রত্নমের 'পোন্নিয়িন সেলভান ২' ছবিতে। অন্যদিকে সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে সদ্য দেখা মিলেছে অভিষেকের।