বাংলা নিউজ > বায়োস্কোপ > Aaradhya Bachchan: মা হিসাবে ঐশ্বর্য জিতে গেছে! বিচ্ছেদ জল্পনার মাঝেই মেয়ের জন্য গর্বিত রাই-সুন্দরী

Aaradhya Bachchan: মা হিসাবে ঐশ্বর্য জিতে গেছে! বিচ্ছেদ জল্পনার মাঝেই মেয়ের জন্য গর্বিত রাই-সুন্দরী

মা হিসাবে ঐশ্বর্য জিতে গেছে! বিচ্ছেদ জল্পনার মাঝেই মেয়ের জন্য গর্বিত রাই-সুন্দরী

Aaradhya Bachchan: মেয়েকে উপযুক্ত শিক্ষা দিয়ে বড় করেছেন ঐশ্বর্য। শিখিয়েছেন বড়দের সম্মান কী করে করতে হয়! আরাধ্যা বচ্চনের এই ভিডিয়ো দেখে মুগ্ধ সকলে। কী করলেন বচ্চনের নাতনি? 

অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ জল্পনা তুঙ্গে। সম্প্রতি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় পুরস্কার SIIMA-র আসরেও মেয়ের হাত ধরেই পৌঁছেছিলেন অ্যাশ। পাশে ছিলেন না অভিষেক। সেই অ্যাওয়ার্ড সেরেমানির অন্দরের এক ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যালে। যেখানে ঐশ্বর্য রাইয়ের মেয়ে আরাধ্যা বচ্চনকে অভিনেতা শিবা রাজকুমারের পা-এ হাত দিতে দেখা গেল।

 দুবাইয়ে অনুষ্ঠিত এই ফাংশনে পোন্নিয়িন সেলভান: ২ এর জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন। মায়ের জয়ে উচ্ছ্বসিত মেয়ে। সারাক্ষণ আরাধ্যাকে চোখে চোখে রাখার জন্য অনেক সময়ই কটাক্ষের মুখে পড়েন ঐশ্বর্য। তবে এদিন নেটপাড়া তাঁর প্রশংসায় পঞ্চমুখ। 

ঐশ্বর্য পুরস্কার হাতে পাওয়ার পরে, পোন্নিয়িন সেলভান সহ-অভিনেতা, অভিনেতা বিক্রম হাত ধরে মঞ্চ থেকে নামেন। সিঁড়ি দিয়ে নামার সময় আরাধ্যা বচ্চন ছুটে গিয়ে মা-কে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর পাশ দিয়ে হেঁটে যাওয়া শিব রাজকুমার থামলেন এবং বিক্রমের সঙ্গে কথা বললেন।

 কিছুক্ষণ পর ঐশ্বর্য শিবের দিকে এগিয়ে গিয়ে হাতজোড় করে অভিবাদন জানালেন, তারপর করমর্দন করলেন। তিনি মেয়ে আরাধ্যার সঙ্গে অভিনেতার পরিচয় করিয়ে দেন এবং শিব রাজকুমার হাত বাড়িয়ে দেন। আরাধ্যা হাত জোড় করে তাকে অভিবাদন জানাল এবং তারপরে তার পা স্পর্শ করল। শিব রাজকুমার তাকে আশীর্বাদ করলেন এবং আরাধ্যার দিকে হাত জোড় করলেন। এরপর সটান পা ছুঁয়ে প্রণাম করল বচ্চনের নাতনি। 

ভক্তরা আরাধ্যার প্রশংসায় পঞ্চমুখ

ভিডিওটি একজন পাপারাজ্জো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এক ভক্ত বলেন, ‘ওয়াও। জাস্ট ওয়াও। ঐশ্বর্য রাই মা হিসাবে জিতে গেছে। মেয়েকে উপযুক্ত শিক্ষা দিয়ে বড় করেছে।’ একজন লিখেছেন, 'আশ্চর্যজনক, এত সুন্দর লালন-পালন। ঐশ্বর্য তার মেয়েকে বড়দের সম্মান করতে শিখিয়েছে, সত্যি হ্যাটস অফ। 

আরাধ্যায় মায়ের সবচেয়ে বড় চিয়ারলিডার এবং সমর্থক! মা-মেয়ের বন্ধন সর্বদাই নজর কাড়ে। আরাধ্যার জন্য নিজের কেরিয়ার পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন ঐশ্বর্য, মেয়ের জন্মের পর থেকে মাতৃত্বই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি। জানলে অবাক হবেন, মেয়ের জন্য কোনওদিন ন্যানি পর্যন্ত রাখেননি ঐশ্বর্য। 

 ২০০৭ সালে গাঁটছড়া বেঁধেছিলেন অভিষেক-ঐশ্বর্য, এবং ২০১১ সালের নভেম্বরে আরাধ্যার জন্ম হয়। আগামী নভেম্বরেই ১৪-য় পা দেবে আরাধ্যা। 

অ্যাশকে শেষ দেখা গিয়েছিল 'পোন্নিয়িন সেলভান: ২' ছবিতে। মণি রত্নম পরিচালিত, মহাকাব্যিক পিরিয়ড ড্রামা ২০২২ সালের চলচ্চিত্রের সিক্যুয়েল। অভিনেতা কমল হাসান ছবিটির বর্ণনায় কণ্ঠ দিয়েছেন। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। এখনও নতুন

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.