রোহিত শেট্টি পরিচালিত 'সিংঘম এগেইন' মুক্তির জন্য বহু বছর ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। মাল্টিস্টারার এই ছবিটি আরও একবার দর্শকদের মন জয় করেছেন অভিনেতা। রোহিত শেট্টির কপ ইউনিভার্স সিংঘমের তৃতীয় কিস্তি 'সিংহাম এগেইন' মুক্তি পেয়েছে ১ নভেম্বর। তবে একা অজয়ের কাঁধে এই সিনেমা ছাড়েননি পরিচালক। এই ছবিতে আরও আছেন রণবীর সিং, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, টাইগার শ্রফ ও জ্যাকি শ্রফরা
অন্য দিকে, ১ নভেম্বর আরও একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চায়েজির তৃতীয় ছবি মুক্তি পায়। সেটি হল হরর কমেডি ভুল ভুলাইয়া ৩। শুরুর দিকে আয়ের দিক থেকে কার্তিক আরিয়ানের সিনেমাকে কঠোর টক্কর দেয় পুলিশি ড্রামা। কিন্তু দেখা যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে মাথা চাড়া দিয়ে উঠছেন কার্তিক অ্যান্ড টিমই।
স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, অজয় দেবগনের ছবিটি অষ্টম দিন অর্থাৎ দ্বিতীয় শুক্রবারে ৭.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। আর অন্য দিকে, ভুল ভুলাইয়া ঘরে তুলেছে ৯.০০ কোটি। কদিন ধরেই সামান্য হলেও বেশি ব্যবসা দিচ্ছিলেন কার্তিক। তবে সপ্তাহান্ত আসতেই ফারাকটা আরও বড় করে নিলেন।
আরও পড়ুন: ২৭ বছরের ছোট শ্রীময়ীর প্রসব-পরবর্তী যত্নে কাঞ্চন! পিঙ্কি কার জন্য লিখলেন ‘ভালোবাসা চিরন্তন’
'সিংহাম এগেইন'-এর বক্স অফিস কালেকশন
৪৩.৫ কোটি দিয়ে ব্যবসা শুরু করা সিংঘম এগেইন প্রথম সপ্তাহে আয় করে ১৭৩ কোটি। যা দিওয়ালির সপ্তাহের ভিত্তিতে ফাটাফাটি না হলেও, নেহাত মন্দ নয়। আর দ্বিতীয় শুক্রবার দেশের বাজার থেকে ছবি ঘরে তুলল ৭.৫০ কোটি। বক্স অফিসের প্রাথমিক প্রবণতা ইঙ্গিত দিচ্ছে মোট আয় বর্তমানে ১৮০.৫০ কোটি। বিশ্ববাজারের হিসেব যোগ করলে, ছবি ২০০ কোটির ক্লাবে এন্ট্রি নিয়েই ফেলেছে
আরও পড়ুন: ইসলামের টানে ছাড়েন অভিনয়, এই বলি নায়িকার ২টি সিনেমা বক্স অফিসে ৩০০০ কোটি আয় করে, বলুন তো কে
ভুল ভুলাইয়া-র বক্স অফিস কালেকশন
আনিস বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া থ্রি' দর্শকদের দারুণ পছন্দ হয়েছে। এবার এই হরর কমেডিতে কার্তিকের সঙ্গে দেখা যাচ্ছে মাধুরী দিক্ষীতকে। এছাড়া মঞ্জুলিকা অর্থাৎ বিদ্যা বালান, তৃপ্তি দিমরি এবং রাজপাল যাদবের মতো তারকারা তো আছেনই। ওপেনিং ডে থেকেই বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি। 'ভুল ভুলাইয়া ৩' মুক্তির পর কেটে গেছে ৮ দিন। সাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, 'ভুল ভুলাইয়া ৩' বৃহস্পতিবার ৯.০০ কোটি টাকা সংগ্রহ করেছে। ছবিটির মোট সংগ্রহ এখন ১৬৭.২৫ কোটি টাকায় পৌঁছেছে।