বলিউড হোক বা টলিউড, সচরাচর ভালো সিনেমা তাকেই বলা হয় যেটা বক্স অফিসে দুর্দান্ত ফলাফল করে। সিনেমার চিত্রনাট্য বা অভিনয় দেখে নয়, এখন বক্স অফিসে কত অর্থ উপার্জন হলো, সেই দিকেই বেশি নজর থাকে সকলের। বক্স অফিসের ব্যবসা নিয়ে স্বচ্ছতা নিয়ে এবার সরাসরি মুখ খুললেন অভিনেতা অজয় দেবগন।
বক্স অফিস পরিসংখ্যানে কারচুপি নিয়ে অনেক আগেই বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীরা মুখ খুলেছিলেন। সেই মন্তব্যকে এবার সমর্থন করলেন অভিনেতা অজয় দেবগন। অজয়ের কথায়, বক্স অফিসের ব্যবসায় আরও বেশি স্বচ্ছতা প্রয়োজন রয়েছে। চিনে প্রতি ঘন্টার ভিত্তিতে আপডেট করা হয়। শুধু তাই নয়, গড় টিকিটের দাম এবং বয়সের ভিত্তিতে একটি পরিষ্কার ডেটা তৈরি করা হয়। ভারতেও ঠিক এমনই আপডেট ভীষণভাবে প্রয়োজন।
(আরও পড়ুন: ‘তোর কাঁধে মাথা রেখে…’, মেয়ে সারার জন্মদিনে মন উজার করল নীলাঞ্জনা, যিশু মঞ্চ থেকে ফোন লাগাল কাকে?)
বক্স অফিস নিয়ে কথা বলতে গিয়ে সিংঘম অভিনেতা বলেন, চিনের মতো ভারতেও একটি স্বচ্ছ আপডেট ভীষণ প্রয়োজন। আমি আশা করছি আগামী দু-তিন বছরের মধ্যে ভারতেও ঠিক এই ভাবেই আপডেট পাবো আমরা। এই বিষয়ে অজয়ের সঙ্গে সহমত প্রকাশ করেছেন পরিচালক রোহিত শেট্টিও।
বিনোদন জগতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রসঙ্গে অজয় বলেন, এখন চলচ্চিত্র নির্মাতারা সব থেকে বেশি কথা বলেন বক্স অফিস নিয়ে। চিত্রনাট্যের বিষয়ে কেউই কথা বলতে চান না সেই ভাবে। এটি সত্যি কষ্টকর। শিল্প এখন আবেগের থেকে অনেক বেশি সংখ্যা চালিত হয়ে গেছে।
(আরও পড়ুন: ‘গাইতে হয় গাইছি, গানে মনটাই নেই…', যুগলকে ধমক ইন্দ্রদীপের, অখুশি ইমন-শান্তনুরা!)
প্রসঙ্গত, ১ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ‘সিংঘম এগেইন’ ইতিমধ্যেই ২৫০ কোটির বেশি আয় বক্স অফিসে। সিনেমায় অজয় দেবগন ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, কারিনা কাপুর খান, সালমান খান, দীপিকা পাডুকোন, রণবীর সিংহ। খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন কাপুর।
‘সিংঘম এগেইন’ হল সিংঘম ফ্রাঞ্চাইসির তৃতীয় সিনেমা। ২০১১ সালে সিংঘম মুক্তি পায়, যেখানে কাজল আগরওয়ালের বিপরীতে অভিনয় করেন অজয় দেবগন। ২০১৪ সালে মুক্তি পায় ‘সিংঘম রিটার্ন্স’। এই সিনেমায় করিনা কাপুর খান এবং অজয় দেবগন অভিনয় করেন।