বাংলা নিউজ > বায়োস্কোপ > Drishyam 2: টাবুর নাকি টাকওয়ালা প্রেমিক পছন্দ! ছোটবেলার বন্ধুর আর কোন রহস্য ফাঁস করলেন অজয়

Drishyam 2: টাবুর নাকি টাকওয়ালা প্রেমিক পছন্দ! ছোটবেলার বন্ধুর আর কোন রহস্য ফাঁস করলেন অজয়

ছোটবেলার বন্ধুর আর কোন রহস্য ফাঁস করলেন অজয়?

Ajay Devgan-Tabu: ঝলক দিখলা জা ১০ এ দৃশ্যম ছবির প্রচার করতে উপস্থিত ছিলেন অজয় দেবগন এবং টাবু। সেখানেই একটি প্রশ্নোত্তর পর্বে তাঁরা কি করলেন জানেন? দেখুন।

দৃশ্যম ২ ছবিটি আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে। তার আগে এই ছবির দুই মূল অভিনেতা, অজয় দেবগন এবং টাবু জোরকদমে তার প্রচার চালাচ্ছেন। সম্প্রতি তাঁদের ঝলক দিখলা জা ১০ এর সেটে দেখা গিয়েছিল। আর সেখানেই এই দুই অভিনেতাকে একটি মজাদার প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে দেখা যায়। তাঁদের এই প্রশ্নগুলো ঝলক দিখলা জা ১০ এর সঞ্চালক মণীশ পল করেছিলেন। আর সুযোগ পেয়ে অজয় বা টাবু কেউ কাউকে নিয়ে মজা করতে ছাড়লেন না। একদিকে যেমন অজয় দেবগণ টাবুর কেমন পুরুষ সেটা নিয়ে মজা করল, তেমন অন্যদিকে টাবুকে অজয়ের কলেজ যাওয়া নিয়ে মজা করতে দেখা যায়।

'অজয় আর টাবু একে অন্যের মজাদার কথাকে প্রকাশ্যে আনছেন। আপনি কি তৈরি সেই মজা দেখা জন্য?' এই ক্যাপশন দিয়ে কালার্স টিভির তরফে সেই প্রোমো ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে অজয় এবং টাবু স্টেজে একে অন্যের মুখোমুখি বসে রয়েছেন। এই প্রশ্নোত্তর পর্বে তাঁদের একে অন্যেকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে এবং সেগুলোকে ব্ল্যাকবোর্ডে লিখতে হবে।

মণীশ যখন অজয়কে জিজ্ঞেস করেন টাবু তাঁর প্রেমিকের মধ্যে কোন গুণ চাইবেন? অজয় উত্তর দেন, 'ও হয়তো অস্বীকার করবে আমি যা লিখেছি সেটাকে, কিন্তু এটাই সত্যি।' এরপর মণীশ সেই উত্তরটি পড়েন, অজয় সেখানে লিখেছিলেন, 'টাকওয়ালা পুরুষ'। এর প্রতিক্রিয়া স্বরূপ অজয়কে চক ছুঁড়ে মারে টাবু। টাবুকে যখন জিজ্ঞেস করা হয় অজয়ের ক্রাশ কে ছিলেন কলেজে, তখন তিনি জানান নে অজয় কখনও কলেজেই যাননি। তাদের মজা দেখে এই শোয়ের জাজ, তথা অভিনেত্রী মাধুরী দীক্ষিত হাসতে থাকেন।

এই বিষয়ে উল্লেখযোগ্য, টাবু এবং অজয় কলেজের সময় থেকে একে অন্যের ভালো বন্ধু। এঁরা একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে, বিজয়পথ, হাকিকত, দৃশ্যম, দে দে পেয়ার দে, ইত্যাদি। টাবু একাধিক বার বলেছেন তাঁর অবিবাহিত থাকার কারণ অজয়। মুম্বাই মিররকে দেওয়া একটা ইন্টারভিউতে টাবু জানিয়েছিলেন, ' আমার তুতো ভাই সমীর আর্যর প্রতিবেশী এবং খুব ভালো বন্ধু ছিল অজয়। ওরা দুজন আমার উপর নজরদারি করত যে আমি কার সঙ্গে দেখা করছি, মিশছি। ওদের জন্য আমি সিঙ্গেল থেকে গেলাম।'

বন্ধ করুন