বাংলা নিউজ > বায়োস্কোপ > Rohit Shetty recalls Singham memory: ধন্যি ছেলের অধ্যাবসায়! অজয়ের বিষয়ে কী বললেন রোহিত? সিংঘমের জন্য কী করেছিলেন

Rohit Shetty recalls Singham memory: ধন্যি ছেলের অধ্যাবসায়! অজয়ের বিষয়ে কী বললেন রোহিত? সিংঘমের জন্য কী করেছিলেন

অজয়ের বিষয়ে কী বললেন রোহিত?

Rohit Shetty recalls Singham memory: রাত ২টোয় স্ক্রিপ্ট শুনে সকাল ৭টার সিংঘমের শ্যুটের জন্য রাজি হয়ে গিয়েছিলেন অজয় দেবগন। আর কী বললেন রোহিত শেঠি?

অজয় দেবগনের বিষয়ে কথা বলতে গিয়ে একাধিক অজানা কথা জানালেন পরিচালক রোহিত শেঠি। এই সিনেমা নির্মাতা জানান কীভাবে অজয় দেবগন ‘সিংঘম’-এর স্ক্রিপ্ট শোনার কিছু ঘণ্টার মধ্যেই শ্যুট করতে রাজি হয়ে গেছিলেন। তাঁর কথা অনুযায়ী রাত ২ টোয় স্ক্রিপ্ট শুনে সকাল ৭ টায় শ্যুটিংয়ে যেতে রাজি হল তিনি। শুধু তাই নয়, রোহিতের কথায় উঠে আসে গোলমাল ছবির কথাও। তিনি বলেন অজয় নাকি কখনই এই ছবির স্ক্রিপ্ট শোনেননি তাঁর থেকে।

২০১১ সালে প্রথমবার সিংঘম ছবিটি মুক্তি পেয়েছিল। এটি হচ্ছে এই সিনেমা নির্মাতার যে পুলিশদের নিয়ে ছবির সিরিজ আছে তার প্রথম ছবি ছিল। ২০১০ সালে একই নামের একটি তেলেগু ছবি তৈরি করেছিলেন পরিচালক হরি। সেটারই হিন্দি রিমেক হল এই ছবি। এই ছবিতে কাজল আগরওয়াল, প্রকাশ রাজ, প্রমুখকে দেখা গিয়েছিল। এই ছবিটি বক্স অফিসে এতটাই সাফল্য অর্জন করে যে তাঁরা আবার জুটি বেঁধে ২০১৪ সালে ‘সিংঘম রিটার্নস’ ছবিটি নিয়ে আসেন। এরপর ‘সিম্বা’ এবং ‘সূর্যবংশী’ ছবিতে অজয়ের চরিত্রের বদলে অন্য আরেকটি চরিত্র আনা হয়। সেখানে রণবীর সিংকে দেখা গিয়েছিল মুখ্য ভূমিকায়।

বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রোহিত বলেন, ' আমার মনে আছে, সিংঘমের স্ক্রিপ্ট, মানে একদম প্রথম সিংঘমের স্ক্রিপ্ট শুনে ও পরদিন সকাল ৭ টায় গোয়ায় শ্যুট করতে এসেছিল। রাত ১০টায় লন্ডন থেকে ফিরেছিল সেদিন। এসেই চুল কাটেন এই চরিত্রের জন্য। তারপর চুলের ট্রায়াল দেন। ১০.৩০-১১ টায় আমাদের কথা শুরু হয়, প্রায় ২টো নাগাদ আলোচনা শেষ হয়। এরপর সকাল ৭টায় আমরা শ্যুটিংয়ের জন্য যাই। ২.৩০ নাগাদ ও গোটা স্ক্রিপ্টটা বুঝেছিল। এরপর গোলমাল থেকে ও আর কখনই স্ক্রিপ্ট শোনেনি।'

গত সপ্তাহে পরিচালকের নতুন ছবি ‘সার্কাস’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। যদিও ছবিটি দর্শকদের কাছ থেকে একদমই ভালো সাড়া পায়নি। এই ছবিতে রণবীর সিং, জ্যাকলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে, বরুণ শর্মা, প্রমুখকে দেখা গিয়েছে। ১৯৬০ সালের প্রেক্ষাপটের গল্প। ছবিতে রণবীরের দ্বৈত চরিত্র দেখা গিয়েছে। শুধু রণবীর নয়, বরুণেরও দ্বৈত চরিত্র এখাবেম এটি উইলিয়াম শেক্সপিয়রের কালজয়ী নাটক কমেডি অব এররসের উপর ভিত্তি করে বানানো হলেও বক্স অফিসে কার্যত ভরাডুবি হয়েছে এই ছবির। দর্শকদের মোটেই ভালো লাগেনি রোহিত শেঠির নতুন ছবি। তাঁরা খানিক হতাশ হয়েছেন পরিচালকের এই কাজ দেখে।

অজয়কে অন্যদিকে ‘দৃশ্যম ২’ ছবিতে শেষবার দেখা গিয়েছে। টাবু, শ্রিয়া শরণ, অক্ষয় খান্না, ঈশিতা দত্ত, প্রমুখকে মূল চরিত্রে দেখা গিয়েছে। ছবিটির পরিচালনা করেছে অভিষেক পাঠক। বক্স অফিসে দারুন ব্যবসা করেছে ছবিটি। এরপর অভিনেতাকে আবার ‘ভোলা’ ছবিতে দেখা যেতে চলেছে। সেই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন টাবু, সঞ্জয় মিশ্র, দীপক দোব্রিয়াল, রাই লক্ষ্মী, প্রমুখ।

বায়োস্কোপ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.