বাংলা নিউজ > বায়োস্কোপ > অক্ষয়ের ছবি ছিনিয়ে নিলেন অজয় দেবগণ!গালওয়ান নিয়ে ছবি ঘোষণা পর টুইটারে হাসির রোল

অক্ষয়ের ছবি ছিনিয়ে নিলেন অজয় দেবগণ!গালওয়ান নিয়ে ছবি ঘোষণা পর টুইটারে হাসির রোল

গালওয়ান সংঘর্ষ নিয়ে ছবির ঘোষণা সেরে ফেললেন অজয় দেবগণ

শনিবার লাদাখের গালওয়ান উপত্যকায় গত ১৫ জুন ভারত-চিনের রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে ছবি তৈরি করছেন অজয় দেবগণ।

তানাজির বিরাট সাফল্যের পর নিজের পরবর্তী ছবি ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়ার মুক্তির জন্য প্রস্তুত হচ্ছেন অজয় দেবগণ। দিনকয়েক আগেই সরাসারি ওটিটি প্ল্যাটফর্মে এই ছবির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা সেরেছেন অজয়। এর মাঝেই শনিবার লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার উপর চিনা সৈন্যদের হামলা, এবং ভারতীয় সেনার রুখে দাঁড়ানোর 'রিয়েল লাইফ' কাহিনি নিয়ে ছবির আনুষ্ঠানিক ঘোষণা সারলেন অজয় দেবগণ। টুইট বার্তায় সবার প্রথম এই খবর নিশ্চিত করেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

এই টুইট সামনে আসবার পর থেকেই মাইক্রো ব্লগিং সাইট ভরে গিয়েছে অক্ষয় কুমারকে নিয়ে তৈরি মিম আর ট্রোলে। দেশাত্মবোধক এই কাহিনি অবলম্বনে ছবি তৈরির সুযোগ হাতছাড়া হওয়ায় অক্ষয়ের প্রতিক্রিয়া কী হতে পারে তা নিজেদের মতো করে ব্যক্ত করল টুইটারের বাসিন্দারা।  নেটিজেনদের দাবি, ‘অক্ষয়ের ছবি ছিনিয়ে নিয়েছেন অজয়’। কেউ মিম বানিয়ে অজয়ের উদ্দেশ্যে লিখেছেন ‘চিটিং করছিস তুই’।

 

 বলিউডের মর্ডান ডে ভরত কুমার বলা হয় খিলাড়ি কুমারকে। সাম্প্রতিক অতীতে একাধিক দেশাত্মবোধক গল্পনির্ভর ছবি তৈরি হয়েছেন আক্কি। হলিড, বেবি, এয়ারলিফট,রুস্তম-সংখ্যাটা বেশ দীর্ঘ। অন্যদিকে কেউ কেউ অক্ষয়ের পাশাপাশি এই তালিকায় যোগ করেছেন জন আব্রাহামকেও। সাম্প্রতিক অতীতে জনের ফিল্মোগ্রাফিও তেমনই ইশারা করে। সম্প্রতি পরমাণু, সত্যমেব জয়তে,বাটলা হাউসের মতো ছবিতে অভিনয় করেছেন জন। তাই মিমারদের নিশানাতে রয়েছেন তিনিও।

এদিন অজয় দেবগণের তরফে জারি প্রেস বিবৃতিতে বলা হয়েছে- ' গালওয়ান উপত্যকায় নিজেদের জীবন উত্সর্গ করা ২০ জন বীর ভারতীয় সেনার বাস্তব গল্প বলবে এই ছবি'।এখনও ঠিক হয়নি ছবির নাম কিংবা কাস্ট অ্যান্ড ক্রু। তাই এই ছবিতে অজয় অভিনয় করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে যৌথভাবে এই ছবি প্রযোজনার দায়িত্বে থাকছে অজয় দেবগণ ফিল্মস এবং সিলেক্ট মিডিয়া হোল্ডিং এলএলপি।

বন্ধ করুন