বাংলা নিউজ > বায়োস্কোপ > গালওয়ান উপত্যকায় ভারত-চিন রক্তক্ষয়ী সংঘর্ষের গল্প রুপোলি পর্দায় আনছেন অজয় দেবগণ

গালওয়ান উপত্যকায় ভারত-চিন রক্তক্ষয়ী সংঘর্ষের গল্প রুপোলি পর্দায় আনছেন অজয় দেবগণ

অজয় দেবগণ (ছবি-টুইটার)

শনিবার ছবির আনুষ্ঠানিক ঘোষণা সারলেন প্রযোজক অজয় দেবগণ। ‘গালওয়ান উপত্যকায় নিজেদের জীবন উত্সর্গ করা ২০ জন বীর ভারতীয় সেনার বাস্তব গল্প বলবে এই ছবি'।

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার উপর চিনা সৈন্যদের হামলা, এবং ভারতীয় সেনার রুখে দাঁড়ানোর 'রিয়েল লাইফ' কাহিনিকে এবার রুপোলি পর্দায় তুলে ধরতে চলেছেন অভিনেতা-প্রযোজক অজয় দেবগণ। শনিবার এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা সারলেন অজয় দেবগণ। টুইট বার্তায় সবার প্রথম এই খবর নিশ্চিত করেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

এখনও ঠিক হয়নি ছবির নাম কিংবা কাস্ট অ্যান্ড ক্রু। তাই এই ছবিতে অজয় অভিনয় করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে যৌথভাবে এই ছবি প্রযোজনার দায়িত্বে থাকছে অজয় দেবগণ ফিল্মস এবং সিলেক্ট মিডিয়া হোল্ডিং এলএলপি। অজয় দেবগণের তরফে জারি আনুষ্ঠানিক প্রেস বিবৃতিতে বলা হয়েছে,' গালওয়ান উপত্যকায় নিজেদের জীবন উত্সর্গ করা ২০ জন বীর ভারতীয় সেনার বাস্তব গল্প বলবে এই ছবি'।

১৫ই জুন লাদাখের গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থান একতরফা ভাবে গালওয়ানে বদলাতে গিয়েছিল চিন। সেখানে বাধা দেয় ভারত। তার জেরেই দুইপক্ষের সংঘর্ষে শহীদ হন ২০ জন ভারতীয় সেনা। ভারতীয় সেনার পাল্টা জবাবে হতাহত হন কমপক্ষে ৪০ জন। তেমনই দাবি বিভিন্ন সূত্রের,যদিও চিন এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। গোলাগুলি নয়, দুই দেশের সেনা একে অপরকে পাথর, রড, পেরেক দেওয়া ডাণ্ডা ইত্যাদি দিয়ে আক্রমণ করেছিল। প্রায় ছয় ঘণ্টা ধরে চলে এই হাতাহাতি। ১৯৭৫ সালের পর এই প্রথমবার চিন সীমান্তে ভারতীয় সেনার প্রাণহানি হল।

প্রসঙ্গত পর্দায় অজয় দেবগণের শেষ ছবি ছিল তানাজি: দ্য আনসাং হিরো। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেতার ভুজ:দ্য প্রাইড অফ ইন্ডিয়া,যা সরাসরি মু্ক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। এই ছবিতেও ভারতীয় সেনার বীরত্বের কাহিনি ফুটিয়ে তুলবেন অজয় দেবগণ। ১৯৭১ সালের ইন্দো-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবি।ছবিতে ভারতীয় বায়ুসেনা অফিয়ার বিজয় কার্ণিকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। 

পরিচালক অভিযেক দুধাইয়া পরিচালিত এই ছবির সঙ্গেই বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণী অভিনেত্রী প্রণিতা সুভাষের। সত্তরের দশকে গুজরাতের ভূজের মাধাপুর গ্রামের ৩০০ জন মহিলাকে কীভাবে এগিয়ে এসেছিলেন ভারতীয় সেনার যুদ্ধ জয়ের সোনালি ইতিহাস লিখতে তা ধরা পড়বে এই ছবিতে।

বায়োস্কোপ খবর

Latest News

‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি? হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.