বাংলা নিউজ > বায়োস্কোপ > Ajay Devgn in Raid 2: ফের ‘রেইড’ করতে আসছেন অজয়, এবার যাবেন কার বাড়ি?

Ajay Devgn in Raid 2: ফের ‘রেইড’ করতে আসছেন অজয়, এবার যাবেন কার বাড়ি?

ফের ‘রেইড’ করতে আসছেন অজয়

Ajay Devgn in Raid 2: ‘দৃশ্যম ২’-এর দারুণ সাফল্যের পর অজয় দেবগন এবার তৈরি হচ্ছে ‘রেইড ২’ ছবিটি নিয়ে। নতুন ছবি নিয়ে কী জানাচ্ছেন অভিনেতা?

গত বছরের শেষের দিকে মুক্তি পেয়েছে ‘দৃশ্যম ২’। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ছবিটি। বক্স অফিসে ২০০ কোটি ছাপিয়ে গেছে এই ছবির আয়। এই ছবির সাফল্য নিয়ে মেতে ওঠার আগেই বিজয় সালগাওকর, ওরফে অজয় দেবগন তাঁর আগামী ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তাঁর আগামী ছবি ‘রেইড ২’ মুক্তি পেতে চলেছে শীঘ্রই।

২০১৮ সালে ‘রেইড’ ছবিটি মুক্তি পেয়েছিল। বক্স অফিসে ছবিটি বেশ ভালো সাড়া পেয়েছিল। ফলে সেই সাফল্যের হাত ধরেই এই ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পেতে চলেছে। কুমার মঙ্গত এই ছবির প্রযোজনা করেছিলেন।

কুমার মঙ্গতের ছেলে হলেন অভিষেক পাঠক। অভিষেকের ‘দৃশ্যম ২’ বক্স অফিসে বেশ ভালো সাফল্য পেয়েছে। সবার থেকেই ইতিবাচক মতামত পেয়েছে তাঁর এই ছবি। জানা গিয়েছে কুমার মঙ্গতই এই আসন্ন ছবি, অর্থাৎ ‘রেইড ২’ -এর প্রযোজনা করবেন। আর পরিচালনার দায়িত্ব থাকবেন রাজকুমার গুপ্ত।

‘রেইড’ ছবিটিতে অজয় দেবগন ছাড়াও ইলিনা ডি ক্রুজ, সৌরভ শুক্লা প্রমুখকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। এই ছবিটিতে মূলত একজন আইআরএস অফিসার অময় পট্টনায়কের গল্প দেখা যাবে। অময়ের চরিত্রে অজয় দেবগনকে দেখা গিয়েছিল। ছবিতে দেখা যায় তাঁকে লখনউতে বদলি করা হয় ইনকাম ট্যাক্সের ডেপুটি কমিশনার হিসেবে। সেখানে তিনি তাঁর স্ত্রী মালিনীকে নিয়ে সুখে শান্তিতে থাকেন। মালিনীর চরিত্রে ইলিনাকে দেখা গিয়েছিল। এমন সময় তাঁর কাছে খবর আসে যে এক সাংসদের কাছে কালো টাকা আছে যিনি কিনা সীতাগড়ের ডন। বহু বছর ধরে এই সাংসদ ইনকাম ট্যাক্স জমা দেননি। এরপর অময় তাঁর বাড়িতে রেইড করতে যান। তারপর কী হয় সেটা নিয়েই এই ছবির

‘রেইড’ ছবিটির বাজেট ছিল ৪০ কোটি, কিন্তু বিশ্বজুড়ে ছবিটি ১৫০ কোটির উপর আয় করেছিল। এবার এই ছবিরই দ্বিতীয় ভাগ মুক্তি পেতে চলেছে। ফের মুখ্য ভূমিকায় দেখা যাবে অজয়কে।

বন্ধ করুন