বাংলা নিউজ > বায়োস্কোপ > Ajay Devgn in Bholaa: ভোলার শুটিংয়ে আচমকা অজয়কে ধাওয়া করল হাজার হাজার মানুষ!

Ajay Devgn in Bholaa: ভোলার শুটিংয়ে আচমকা অজয়কে ধাওয়া করল হাজার হাজার মানুষ!

ভোলার সেটের ছবি

Ajay Devgn in the set of Bholaa: অজয় দেবগন সম্প্রতি তাঁর আগামী ছবি ভোলার সেট থেকে বেশ কিছু ছবি দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন। কী শেয়ার করলেন অভিনেতা?

অজয় দেবগন সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর আগামী ছবি ‘ভোলা’র সেট থেকে বেশ কিছু ছবি দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। তিনি এই ছবির একটি দৃশ্যের ভিডিয়ো অজয় দেবগনস ফিল্ম নামক প্রোফাইলে শেয়ার করেন। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে তাঁকে একদল মানুষ তাড়া করছে। আর তিনি স্কুটার চালিয়ে আসছেন। এই ভিডিয়ো পোস্ট করে অভিনেতা লেখেন তাঁর ভক্তরা যেন স্কুটার চালানোর সময় সবাই হেলমেট পরেন, যদিও তিনি এই দৃশ্যের শ্যুটিংয়ের সময় সেটা পরেননি।

অজয় দেবগন যে ভিডিয়ো শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে একটা খোলা জায়গায় বহু মানুষ জড়ো হয়ে আছেন, খুব ভিড় সেখানে আর তার মধ্যে দিয়ে অভিনেতা স্কুটার চালাচ্ছেন। যখনই তিনি স্কুটারটি চালু করেন তখনই সেই ভিড় তাঁকে তাড়া করতে শুরু করে। তাঁর ভক্তরা তাঁর ভিডিয়ো বানানোর জন্য স্কুটারের পিছনে ছুটছিলেন। যদিও চিৎকার চেঁচামেচির মধ্যেও অভিনেতাকে তাঁরা শ্যুটিং করার জন্য জায়গা দেন। শ্যুটিংয়ে তাঁরা কোনও ব্যাঘাত ঘটাননি।

এই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেতা লেখেন, 'কোনও ভালো কারণের জন্য যখন জনতা আপনার পিছু নেয় তখন সেটা বেশ ভালোই লাগে। ওঁদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু যখনই বাইক বা স্কুটার চালাবেন তখনই হেলমেট পরবেন। আমি পরিনি কারণ এটা শ্যুটের একটা অংশ ছিল।'

অজয়ের পোস্ট করা এই ভিডিয়োতে এক ভক্ত কমেন্ট করে লেখেন, 'এটা কেবল মাত্র ভারতেই সম্ভব।' আরেকজন লেখেন, 'আমার সুপার হিরো।' তিনি এক কমেন্টে বেশ কিছু ইমোজিও পোস্ট করেছিলেন। আরেক ভক্ত লেখেন, ' দারুন! দারুন আমার সিংঘাম।'অজয়ের আরেক ভক্তের মতে তিনি বলিউডের রাজা।

ভোলা ছবিতে অজয়ের সঙ্গে টাবুকে দেখা যাবে। তাঁদের বর্তমানে দৃশ্যম ২ ছবিতে একত্রে দেখা যাচ্ছে। এটি আদতে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত মালায়লাম ছব দৃশ্যম ২ ছবির রিমেক।

বন্ধ করুন