বলিউডের সিংহম অর্থাৎ অজয় দেবগন তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিত। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেইড’ ছবিটি অজয়ের হিট ছবিগুলির মধ্যে একটি। এই ক্রাইম থ্রিলার ছবিটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রথম পর্ব মুক্তির পর থেকেই দর্শকরা সিনেমার দ্বিতীয় পর্ব অর্থাৎ সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। অবশেষে হতে চলেছে সেই অপেক্ষার অবসান। মুক্তি পেতে চলেছে ‘রেইড ২’। বড় পর্দায় মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি সিনেমাটির OTT মুক্তির খবরও প্রকাশিত হয়েছে। কোন OTT প্ল্যাটফর্মে ছবিটি স্ট্রিম হবে, জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: ফের সুজয়ের সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যার, তাহলে কী আসছে ‘কাহানি থ্রি’?
আরও পড়ুন: ‘দ্যা ডিপ্লোম্যাট’ ছবির প্রশংসায় পঞ্চমুখ বিজেপি, কী বলছে শাসক দল?
অজয় দেবগনের ক্রাইম থ্রিলার ‘রেইড ২’ -এর পরিচালক রাজকুমার গুপ্ত। এই ছবিতে অজয় ছাড়াও অভিনয় করেছেন বাণী কাপুর এবং রীতেশ দেশমুখ। রীতেশ ‘রেইড ২’ সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে অজয় এবং রিতেশের মধ্যে ছবিতে ভয়ানক লড়াই হতে দেখা যাবে। ‘রেইড ২’ সিনেমা হলে মুক্তি পাবে আগামী ১ মে, ২০২৫।
কোন OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘রেড ২’?
সম্প্রতি অজয় তাঁর ইনস্টাগ্রামে ‘রেইড ২’ -এর একটি নতুন পোস্টার শেয়ার করেছেন। ২৪শে মার্চ সিনেমার পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘নতুন শহর, নতুন ফাইল, অময় পট্টনায়েকের একটি নতুন রেইড।’ রেইড ২’ সিনেমাহলে মুক্তি পাবে আগামী ১ মে, ২০২৫।
তবে এই পোস্টারে দর্শকরা এমন কিছু লক্ষ্য করেছেন যা সম্ভবত অজয় এবং নির্মাতারা আশা করেননি। পোস্টারের এক কোণে ছোট্ট করে নেটফ্লিক্স -এর লোগো ছিল, যা দেখে বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে, সিনেমা মুক্তির কিছু সময়ের মধ্যেই এই OTT প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিনেমা।
আরও পড়ুন: 'আমাদের কেউ মনে রাখবে না...', কী কারণে মন খারাপ আমিরের? এমন কী হল তাঁর?
আরও পড়ুন: সম্পত্তির নিরিখে হারিয়ে দিয়েছেন রণবীর-রজনীকান্তকে,কে ভারতের এই ধনী কমেডিয়ান?
রিপোর্ট অনুযায়ী, ‘রেইড ২’ অনলাইনে স্ট্রিম করার জন্য নেটফ্লিক্স নামক OTT প্ল্যাটফর্মের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। ‘রেড ২’ Netflix প্ল্যাটফর্মে স্ট্রিম করা হবে খুব তাড়াতাড়ি, তবে তারিখ জানা যাবে পরে। যদি কোনও কারণে আপনি ছবিটি সিনেমা হলে দেখতে না পারেন, তাহলে বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন সেটি।