চলছে বিগ বস-১৮-শ্য়ুটিং। আর সেখানেই সলমনের দরবারে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন অজয় দেবগন ও পরিচালক রোহিত শেট্টি। ভাইজানের শোতে এসেই নিজের আসন্ন ছবি সিংহম এগেইন-এর সেটে নিজের চোখে আঘাত লাগার বিষয়ে মুখ খোলেন অজয়।
সিংহম এগেইনের সেটে অজয়ের চোখে চোট
এদিন বিগ বসের সেটে একটা চামড়ার জ্যাকেট, ট্রাউজার্স ও সঙ্গে জুতো পরে হাজির হয়েছিলেন অজয়। তাঁর চোখে ছিল গাঢ় রঙের সানগ্লাস। এভাবে দেখে সঞ্চালক সলমন অজয়কে প্রশ্ন করেন, 'আঁখ পে জো চোট লাগি থি ইয়াহি পে লাগি থি কেয়া?' রোহিত রোহিত শেট্টি তখন বলেন, ‘হ্যাঁ, এই ছবির শ্যুটিংয়েই তো’। এরপরই সলমন ছবির সেটে ঠিক কী ঘটেছিল, সেবিষয়ে নিজেই বলতে শুরু করেন, ‘অজয় আমাকে একটি শট দেখিয়েছিল। কিন্তু সেটাই মিসটাইমিং হয়ে গিয়েছিল। একজন এসে ওকে লাঠি দিয়ে পেটাতে গেলে ওর টাইমিং শেষ। এক্কেবারে সরাসরি ওর চোখে আঘাত লাগে।’
অজয়ের চোখের অস্ত্রোপচার
অজয় বলেন, 'দো-তিন মাহিনে তো ভিশন চলি গয়ি থি। (দু-তিনমাস আমি দৃষ্টশক্তি হারিয়ে ফেলেছিলাম) আমার একটা ছোট্ট অস্ত্রোপচারও হয়েছে। এরপর ক্যামেরার সামনে সলমন বলেন, 'অ্যাকশন করোগে তো ইয়ে সব হোতা রেহতা হ্যায় (যখন কেউ অ্যাকশন দৃশ্য করেন, তখন এমন ঘটনা ঘটতেই থাকে)। ' অজয় আরও বলেন, ‘আজকাল কে লড়কো কে লিয়ে আভি ইয়েতো ফিরভি কাফি আসান হোগায়া হ্যায়’। (আজকালকাল অভিনেতাদের জন্য এটা তো তাও অনেকটাই সহজ)। এরপর সলমন-অজয় দুজনে আলোচনা করতে শুরু করেন, যে কীভাবে তাঁরা কোনও সিজিআই ছাড়াই অ্যাকশন দৃশ্যে অভিনয় করছিলেন।
আরও একবার রোহিত শেট্টির 'সিংহাম এগেইন'-এ অজয়কে দেখা যাবে বাজিরাও সিংহমের ভূমিকায়। ছবিতে সলমনের একটা ক্যামিও চরিত্রও রয়েছে। এছাড়াও ছবিতে রয়েছেন রণবীর সিং, অক্ষয় কুমার, করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ ও অর্জুন কাপুর। খুব শীঘ্রই মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন-রাজ-শুভশ্রীর বাড়িতে মধ্যহ্নভোজের আমন্ত্রণে বলিউডের ‘পরিণীতা’, মেনুতে কী?
'সিংঘম' রোহিত শেট্টির একটা সুপারহিট ফ্র্যাঞ্চাইজি। আর 'সিংঘম এগেইন' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ‘সিংঘম’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে, সেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কাজল আগরওয়াল, ছিলেন প্রকাশ রাজ। তারপরে ২০১৪ সালে মুক্তি পায় সিংহাম রিটার্নস। এই দুটি ছবিই বক্স অফিসে হিট। আর এবার আগামী দীপাবলিতে মুক্তি পেতে চলেছে 'সিংহাম এগেইন'।