এর আগে ওরহান আত্রামানির সঙ্গে নাইসার প্রেম নিয়ে চর্চা চলছিল, আর এখন পার্টিতে অজয়-কাজলের মেয়ে নাইসার সঙ্গে সইফ-অমৃতার ছেলে ইব্রাহিমকে দেখে নতুন চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে করণ জোহরের সহকারী হিসাবে কাজ করবেন ইব্রাহিম ও নাইসা…
1/8শনিবারের রাত পার্টিতে মজে বি-টাউনের তারকা সন্তানরা, সইফ-অমৃতার ছেলে ইব্রাহিমের সঙ্গে পার্টি করতে দেখা গেল অজয়-কাজলের মেয়ে নাইসাকে। দেখা গেল শ্বেতা ত্রিপাঠির মেয়ে পলক তিওয়ারি এবং অর্জুন রামপাল এবং মেহের জেসিয়ার মেয়ে মাহিকা রামপালকে আর ছিলেন ওরহান আত্রামানিকে।
2/8ওরহান আত্রামানির ইনস্টাস্টোরিতে যে ছবি মিলেছে, তা নিয়ে বি-টাউনে শুরু হয়েছে জোর চর্চা। ওরহানের পোস্ট করা ছবিতে সইফের ছেলে ইব্রাহিমকে শিভালিকা ট্যান্ডন নামে এক তরুণীর গালে চুমু খেতে দেখা যাচ্ছে।
3/8 পার্টি মুডে অর্জুন রামপাল ও মেহর জেসিয়ার মেয়ে মাহিকা রামপাল। গানের তালে চলল নাচ।
4/8নাইসা দেবগনের সঙ্গে পার্টি মুডে ইব্রাহিম আলি খান
5/8পার্টিতে মাহিকা রামপাল, ইব্রাহিম আলিখান ও তঙ্গাভরি নামে এক তরুণীকে দেখা যাচ্ছে।
6/8পার্টিতে ছিলেন শ্বেতা ত্রিপাঠী ও রাজা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। গানের তালে চলল জমিয়ে নাচ।
7/8বাম দিকের ছবিতে পার্টিত মজে পলক তিওয়ারি আর ডানদিকে ওরহানের সঙ্গে পার্টিতে মজে অলিভিয়া জাফরি।
8/8অজয়-কাজলের মেয়ে নাইসার সঙ্গে সইফ-অমৃতার ছেলে ইব্রাহিমকে দেখে নতুন চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে করণ জোহরের সহকারী হিসাবে কাজ করবেন ইব্রাহিম ও নাইসা…।