জনপ্রিয় থ্রিলার ছবিও যে সাফল্যের সঙ্গে রিমেক করা সম্ভব তা দেখিয়ে দিলেন অজয় দেবগণ। অজয় দেবগণের ‘দৃশ্যম ২’-এর হাত ধরে বড় সাফল্যের মুখ দেখলো বলিউড। আগেই ‘সুপারহিট’ ছবির খেতাব পেয়েছে অজয় দেবগণের এই ছবি, এবার বছরের তৃতীয় ছবি হিসাবে মঙ্গলবার ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করল এই ছবি। বছরের তৃতীয় হিন্দি ছবি হিসাবে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটির গণ্ডি পার করতে সফল হয়েছে এই ছবি।
ট্রেড অ্যানালিস্টদের তথ্য বলছে, আপতত বিশ্বব্যাপী বক্স অফিসে এই ছবির গ্রস আয় ৩০৩ কোটি টাকা। যার অর্থ, ‘ব্রহ্মাস্ত্র’ (৪৩১), ‘দ্য কাশ্মীর ফাইলস’ (৩৪১)-এর পর বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘দৃশ্যম ২’। মূলত দেশের বক্স অফিসেই ফাটাফাটি ব্যবসা করেছে এই ছবি। বিদেশে এই ছবির কালেকশন মাত্র ৫২ কোটি টাকা। আশ্চর্যের বিষয় হল মুক্তির পর একমাস অতিক্রম করলেও এখনও সিনেমাহলে ভালো ব্যবসা করছে ‘দৃশ্যম ২’। যদিও আগামী দিনে হলিউড ছবি ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’-এর মুক্তির জেরে নিঃসন্দেহে ব্যহত হবে এই ছবির ব্যবসা।
‘ব্রহ্মাস্ত্র’ ধরাছোঁয়ার বাইরে হলেও ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ব্যবসাকে ধরে ফেলতে পারবে কি এই ছবি? তা দেখার।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল মোহনলাল অভিনীত মালায়ালি ছবি ‘দৃশ্যম ২’। ছবির হিন্দি ভার্সনের প্রেক্ষাপটও কমবেশি একই। কিন্তু অজয়-অক্ষয়ের দ্বৈরথ এই ছবিকে অন্যমাত্রা দিয়েছে। ছবির উপরি পাওনা চিত্রনাট্যকারের চরিত্রে সৌরভ শুক্লার উপস্থিতি, সঙ্গে তাবুও রয়েইছেন।
ছবির কালেকশনই বলে দিচ্ছে দৃশ্যম জ্বরে কাবু গোটা দেশ। ছবিতে বিজয় সালগাঁওকরের চরিত্রে দেখা মিলেছে অজয়ের। সাত বছর আগে বিজয়ের বড় মেয়ের হাতে খুন হয় আইজি মীরা দেশমুখ (তাবু)-এর ছেলে। পুরোনো সেই কেসের তদন্তে ফের নামে গোয়া পুলিশ। এবার দায়িত্বে নতুন আইজি, অক্ষয় খান্না। তবে কি এবার পুলিশের হাতে ধরা পড়ে যাবে বিজয়ের পরিবার? নাকি ক্লাস ফোর ফেল কেবল অপারেটরের বুদ্ধির সামনে ফের একবার মাথানত করবে গোয়ার পুলিশ ডিপার্টমেন্ট? এই রহস্যই ধরা পড়েছে এই ছবিতে। গত ১৮ই নভেম্বর মুক্তি পেয়েছিল ‘দৃশ্যম ২’।