বাংলা নিউজ > বায়োস্কোপ > Drishyam 2 teaser: আইজি মীরা দেশমুখের ছেলেকে খুনের কথা স্বীকার করে নেবে বিজয়? রইল ‘দৃশ্যম ২’র ঝলক

Drishyam 2 teaser: আইজি মীরা দেশমুখের ছেলেকে খুনের কথা স্বীকার করে নেবে বিজয়? রইল ‘দৃশ্যম ২’র ঝলক

দৃশ্যমের ২-র টিজার

Drishyam 2 teaser: সমীর দেশমুখের হত্যাকাণ্ডর রহস্য কি অবশেষে খুলবে? সাত বছর পর রুপোলি পর্দায় ফিরছে অজয় দেবগণের ‘দৃশ্যম’। এক লাইনেই বাজিমাত নায়কের!

মেয়ের হাতে একটা অনিচ্ছাকৃত খুন, আর সেই খুনকে ধামাচাপা দিতে একটা পারফেক্ট প্ল্যান কষেছিল ক্লাস ফোর পাশ কেবল অপারেটর বিজয় সালগাঁওকর। কারণ মেয়ের জীবন রক্ষার্থে এই অপরাধের বোঝা বইতে প্রস্তুত সে। পুলিশ শত চেষ্টা করেও তাঁকে দোষী সাব্যস্ত করতে ব্যর্থ হয়। এরপর কেটে গিয়েছে ৮ বছর। ফিরছে বিজয় সালগাঁওকর এবং তাঁর পরিবার। বৃহস্পতিবার প্রকাশ্যে এল অজয় দেবগণ, শ্রেয়া শিরিন, ইশিতা দত্ত অভিনীত ‘দৃশ্যম ২’এর ‘রি-কল টিজার’।

এই টিজারে অজয় মনে করালেন আগেরবার ঠিক কী কী ঘটেছিল। স্কুল পিকনিকে অঞ্জুর সঙ্গে অভব্য আচরণ করেছিল আইজি মীরা দেশমুখের ছেলে সমীর। এরপর অঞ্জুর অশ্লীল ছবি নিয়ে তাঁকে ব্ল্যাকমেল করছিল, বর্ষণমুখর ২রা অক্টোবরের রাতে অঞ্জুর হাতে খুন হয় সমীর। সেই মার্ডারের একমাত্র সাক্ষী অঞ্জুর মা। বিজয় সবটা জানবার পর সমীরের লাশ গায়েব করে, এই হত্যার সব চিহ্ন মিটিয়ে দেওয়ার প্ল্যান কষে। আইজি মীরা দেশমুখের সব চেষ্টা ব্যর্থ করে সফলও হয় তাঁর পরিকল্পনা। কিন্তু এই টিজারের শেষে শোনা গেল বিজয় ক্যামেরার রেকর্ডার অন করে বলছে, ‘মেরা নাম বিজয় সালগাঁওকর হ্যায়, অউর এ মেরা কনফেশন হ্যায়’। (আমার নাম বিজয় সালগাঁওকর, আর এটা আমার জবানবন্দি'।

এই এক লাইনেই বাজিমাত করলেন অজয়। ‘দৃশ্যম ২’-এর হাড়হিম করা টিজার দেখে উত্তেজিত ভক্তরা। মোহনলাল অভিনীত সুপারহিট মালায়ালি ছবি ‘দৃশ্যম ২’-এর রিমেক এটি। অনেকেই আমাজন প্রাইম ভিডিয়োয় অরিজিন্যাল ছবিটি দেখে ফেলেছেন, তাঁর বিজয়ের এই লাইনে অর্থ খানিক অনুধাবন করতে পারলেও বাকিরা ধন্দে রয়েছেন।

অজয়, তাবু, শ্রেয়া শিরিন ছাড়াও ‘দৃশ্যম ২’-এ থাকছেন অক্ষয় খান্না, ইশিতা দত্ত, রজত কাপুর, ম্রুণাল যাদবরা। দৃশ্যম পরিচালনা করেছিলেন প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাথ। ছবির দ্বিতীয়ভাগ পরিচালনা করছেন অভিষেক পাঠক। ১৮ই নভেম্বর মুক্তি পাবে এই ছবি।

 

বন্ধ করুন