বাংলা নিউজ > বায়োস্কোপ > অজয়-কাজলের বিরহ-পর্ব! দীর্ঘ দিন স্ত্রীর থেকে দূরে থাকবেন অভিনেতা

অজয়-কাজলের বিরহ-পর্ব! দীর্ঘ দিন স্ত্রীর থেকে দূরে থাকবেন অভিনেতা

কাজলের থেকে দূরে থাকবেন অজয়।

১৮ নভেম্বর মুক্তি পাবে টাবু এবং অজয় অভিনীত 'দৃশ্যম ২'। সেই ছবির শ্যুটের জন্য হায়দরাবাদ উড়ে গিয়েছেন অভিনেতা। আপাতত রামোজি ফিল্ম সিটিতে চলছে ক্রাইম-থ্রিলারটির কাজ।

দিন কয়েক আগেই লন্ডন থেকে সপরিবার ছুটি কাটিয়ে ফিরলেন। ফের বিচ্ছেদের পালা। তবে এ বার বিচ্ছেদ সাময়িক।

হাতে একাধিক ছবি। শ্যুটের জন্য মুম্বই ছাড়ছেন অজয় দেবগণ। বেশ কয়েকদিন স্ত্রী কাজল এবং সন্তানদের থেকে দূরে থাকবেন অভিনেতা। ছুটি কাটিয়ে এসেই শুরু বিরহ-পর্ব।

১৮ নভেম্বর মুক্তি পাবে টাবু এবং অজয় অভিনীত 'দৃশ্যম ২'। সেই ছবির শ্যুটের জন্য হায়দরাবাদ উড়ে গিয়েছেন অভিনেতা। আপাতত রামোজি ফিল্ম সিটিতে চলছে ক্রাইম-থ্রিলারটির কাজ।এখানেই শেষ নয়। এর পর একটি দক্ষিণী ছবির রিমেক 'ভোলা'র শ্যুট শুরু করবেন অজয়। তার জন্য প্রায় তিন মাস হায়দরাবাদে থাকতে হবে তাঁকে। এ বিষয়ে যদিও এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেতা।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল 'দৃশ্যম'-এর প্রথম কিস্তি। ছবিটি প্রশংসিত হয় দর্শক মহলে। বক্স অফিসেও আসে সাফল্য। এ বার দ্বিতীয় কিস্তির পালা। 'দৃশ্যম ২'-তেও অজয়ের বিপরীতে থাকবেন অভিনেত্রী শ্রিয়া সরণ। মীরা দেশমুখের ভূমিকায় ফিরবেন টাবু।

দক্ষিণী ছবির 'কইথি'র পুনর্নির্মাণ 'ভোলা'। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তামিল ছবিটি। বক্স অফিসে মিলেছিল তুমুল সাফল্য। এ বার অজয়ের হাত ধরে আরও একবার পর্দায় ফুটে উঠবে সেই অ্যাকশন-থ্রিলারের গল্প।

এস এস রাজামৌলির 'আরআরআর'-এ অভিনয় করেন অজয়। ছবিতে কম সময়ের জন্য থেকেও দর্শক-মনে ছাপ ফেলেছিলেন অভিনেতা। সম্প্রতি 'রানওয়ে ৩৪'-ও প্রশংসিত হয় তাঁর কাজ।

বন্ধ করুন