বাংলা নিউজ > বায়োস্কোপ > Happy Birthday Tanuja: শাশুড়ি তনুজাকে জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা অজয়ের, মায়ের জন্মদিনে আপ্লুত কাজল

Happy Birthday Tanuja: শাশুড়ি তনুজাকে জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা অজয়ের, মায়ের জন্মদিনে আপ্লুত কাজল

তনুজার সঙ্গে কাজল-অজয়-তানিশা

অজয় দেবগন তাঁর শাশুড়ি 'তনুজাজি'কে তাঁর ৭৯ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। কাজলও তাঁর মাকে একটি দীর্ঘ নোটে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। 

আজ প্রবীণ অভিনেত্রী তনুজার জন্মদিন। ৭৯ বছর বয়সে পা রাখলেন তিনি। অভিনেতা অজয় ​​দেবগণ তাঁর শাশুড়ি তথা প্রবীণ অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে নেটমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে তনুজাকে হলুদ রঙের ব্লাউজ এবং ধূসর রঙের শাড়ি পরে দেখা মিলেছে।

ছবিটি শেয়ার করে অজয় পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘জন্মদিনের (পার্টি পপার ইমোজি) শুভেচ্ছা ও শ্রদ্ধা তনুজাজিকে (বেলুন ইমোজি)। আপনাকে সর্বদা সুখ কামনা করি (লাল হৃদয় ইমোজি)।’ অজয়ের শেয়ার করা পোস্টে বলিউডের অনেকেই প্রবীণ অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। আরও পড়ুন: শাড়িতে মিমিকে দেখে প্রেম পড়লেন নেটিজেন! প্রোপোজাল পেয়ে যা জবাব দিলেন নায়িকা

অজয় দেবগণের শেয়ার করা ছবি
অজয় দেবগণের শেয়ার করা ছবি

অভিনেত্রী কাজলও তাঁর মা তনুজার জন্মদিনে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছে। ভিডিয়োতে কিশোরী বয়স থেকে যৌবন এবং প্রবীণ বয়সের ঝলক রয়েছে তনুজার। দীর্ঘ পোস্টের ক্যাপশনে শুরুতে লেখা, ‘ইন্ডাস্ট্রিতে ৭০ বছর পূর্ণ করেছেন। আমার মা হিসাবে ৪৮ পূর্ণ করেছেন…। এই পুরো যাত্রার মধ্য দিয়ে আমি নিরাপদ এবং ভালোবাসা অনুভব করেছি..।’ আরও পড়ুন: মহালয়ায় চ্যানেলে চ্যানেলে জোর টক্কর! দশভূজা রূপে আসছেন কোন কোন স্টার অভিনেত্রী

পরিচালক সমু মুখোপাধ্যায়ের সঙ্গে ১৯৭৩ সালে ভালোবাসা করে বিয়ে হয় তনুজার। বিয়ের কয়েক বছর পরই বিচ্ছেদের পথ বেছে নেন তাঁরা। তাঁদের দুই মেয়ে- কাজল ও তানিশা মুখোপাধ্য়ায়।

বন্ধ করুন