বাংলা নিউজ > বায়োস্কোপ > Ajaz Khan: ‘৪০০ লোকের একটা বাথরুম, আরিয়ান-রাজ কুন্দ্রার সঙ্গে দেখা’, আর্থার জেলের অভিজ্ঞতা নিয়ে ওয়েব সিরিজ বানাবেন এজাজ

Ajaz Khan: ‘৪০০ লোকের একটা বাথরুম, আরিয়ান-রাজ কুন্দ্রার সঙ্গে দেখা’, আর্থার জেলের অভিজ্ঞতা নিয়ে ওয়েব সিরিজ বানাবেন এজাজ

এজাজ খান। 

মাদক মামলায় সমীর ওয়াংখেড়ের হাতেই গ্রেফতার হন এজাজ খান। ২৬ মাস পর বেল পান সুপ্রিম কোর্টে আবেদন করে। সম্প্রতি নিজের জেলে থাকার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী

দুই বছর কারাবাসের পর সম্প্রতিই আর্থার রোড রোডের জেল থেকে ছাড়া পেয়েছেন। কারাবাসের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে কথা বলতে শোনা গেল। এজাজ জানান, বিভৎস সেই দিগুলোতে তিনি শুধু পরিবারের কথা মাথায় রেখে বেঁচে ছিলেন। আর্থার জেলে থাকাকীল তাঁর মধ্যে অবসাদ বাসা বাঁধে। অবস্থা এমন হয় যে তিনি নিজের ছেলের সঙ্গে দেখা করতেও চাননি। সঙ্গে বিগ বসের প্রাক্তন এই প্রতিযোগী জানালেন, জেলে থাকার সময় তাঁর সঙ্গে দেখা হয়েছিল আরিয়ান খান ও রাজ কুন্দ্রার। 

২০২১ সালে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক মামলায় এজাজ খানকে গ্রেফতার করে। যদিও গ্রেফতারের পর অভিনেতা দাবি করেন, তার কাছে কিছু ঘুমের ওষুধ ছিল। যা আসলে তাঁর স্ত্রীর। যিনি নিজের মিসক্যারেজের পর মানসিক যন্ত্রণা ভুলতে তা নিচ্ছেন। তবে আদালতের রায় যায় এজাজের বিপক্ষে। দুই বছর কারাবাসে থাকার পর জামিনে ছাড়া পান মে মাসেই। 

এজাজ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘জেলের ভিতরের একেকটা দিন একেকটা বছরের মতো ছিল। যিনি আমার বিরুদ্ধে মামলা করেছেন, তাঁর সম্পর্কে (সমীর ওয়াংখেড়ে) আমি কিছু বলতে চাই না। তাঁর সঙ্গে কী ঘটছে তার সাক্ষী গোটা বিশ্ব। আমি তাঁর সৌভাগ্য কামনা করি। রায় ঘোষণার আগে আমাকে দোষি গন্য করা হয়েছিল। সুপ্রিম কোর্ট আমায় জামিন দেয়। কিন্তু জেলের ভিতর আমাকে ২৬ মাস কাটাতে হয়েছে। আমি কাজ করতে পারিনি। ছেলের বড় হয়ে ওঠার দিনগুলো মিস করে গিয়েছি।’

এরপর এজাজ জানান, আর্থার রোডের জেলটিতে ৮০০ বন্দি থাকতে পারে, সেখানে রাখা হয় ৩৫০০। তাঁর মতে বিশ্বে সবচেয়ে জনাকীর্ণ জেল সেটি। ‘একটা বাথরুমে ৪০০ জন যায়। ভাবুন তো সেই টয়লেটের অবস্থা। আমি সেই সময় অবসাদ আর উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার জন্য কঠিন সময় ছিল। কিন্তু আমার ৮৫ বছরের বাবা, আমার স্ত্রী ও আমার ছেলের কারণে আমাকে বেঁচে থাকতে হয়েছে। আমি জেলের ভিতরে রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ, সঞ্জয় রাউত, আরমান কোহলি, আরিয়ান খান এবং রাজ কুন্দ্রা সহ অনেকের সঙ্গে দেখা করেছি। আপনি চাইবেন না আপনার বড় শত্রুও ওরকম একটা পরিস্থিতির মুখে কখনও পড়ুক। প্রথম দিকে তো ছেলের সঙ্গে দেখা করতেও অস্বীকার করেছিলাম। পরে রাজি হই। আমি চেয়েছিলাম ও আমার কাছ থেকেই আমার গল্প জানুক। এবং বিশ্বের জন্য নিজেকে শক্তিশালী করে তুলুক।’

এজাজ আরও জানান, তিনি তাঁর জেলে থাকার অভিজ্ঞতার উপরে একটি বই-ও লিখেছেন। এবং সেটা নিয়ে ওয়েব সিরিজ বানাতে চান। 

প্রসঙ্গত, শাহরুখ-পুত্র আরিয়ান খান ২২ দিন কাটিয়েছেন জেলে মাদক মামলায়। সমীর ওয়াংখেড়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনিও। পরে যদিও আরিয়ানকে নির্দোষ ঘোষণা করা হয় প্রমাণের অভাবে। অন্য দিকে, শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হয়েছিল পর্নোগ্রাফি সংক্রান্ত মামলায়। অভিনেতা আরমান কোহলির বাড়ি থেকে ১.২ গ্রাম কোকেন উদ্ধার হয় বলে দাবি করে এনসিবি, এবং গ্রেফতার হন তিনি। 

 

বায়োস্কোপ খবর

Latest News

শুক্রে অতি ভারী বৃষ্টি ৬ জেলায়, জারি কমলা সতর্কতা, ভাসবে আরও ৯টি, শনিতে কোথায়? ১১ জনে ঘিরে ধরে দুর্গরক্ষা, ভনের ছেলের ১১ উইকেটে হারতে হারতে জয় সামারসেটের-Video 'জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে মৃত্যু', যুবকের স্ত্রীকে চাকরি দেওয়ার ভাবনা এত রাগ কোথা থেকে এল?প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপকে প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীর বসিরহাটে শাহজাহানকে পরপর গুলি, ‘এত ভালো ছেলে, কে গুলি চালাল?’ ধন্দে পরিবার ‘আলোচনার জন্য বিজেপির মুখ্যমন্ত্রীদের এতক্ষণ অপেক্ষা করতে দেখেছেন?’ লিখল তৃণমূল মমতার মন্তব্যকে বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'কেউ ঘাড় ধরে উৎসবে ফেরাতে পারে না' অব্যবস্থার অভিযোগ! নীরবতা ভাঙলেন গ্রেটার নয়ডা স্টেডিয়ামের ম্যানেজার মজা করে মেট্রোর আপৎকালীন বোতাম টেপায় ব্যাহত পরিষেবা, ৫,০০০ টাকা জরিমানা যুবকের ভারত সফরে আসার আগে কাউন্টিতে ‘৯ উইকেট’ শাকিবের, প্রচ্ছন্ন হুঁশিয়ারি রোহিতদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.