কাস্টম দফতরের তরফে এদিন আজাজ খানের স্ত্রীকে গ্রেফতার করা হল। জানা গিয়েছে একটি মাদক মামলায় নাম জড়িয়েছে অভিনেতার স্ত্রী ফালো গুলিওয়ালার। তাঁর যোগেশ্বরী বাসভবনে গিয়ে এদিন পুলিশ রেইড করে। সেখান থেকে একাধিক নার্কোটিস পাওয়া গিয়েছে। সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে।
কী ঘটেছে?
রিপোর্টে জানানো হয়েছে সিংঘম এগেন, লাকির কা ফকির, ইত্যাদিতে অভিনয় করা আজাজ খানের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জানা গিয়েছে কাস্টম দফতরের তদন্তকারী অফিসাররা ফালোর যোগেশ্বরী বাসভবনে সার্চ করা হয়েছে। শুধু তাই নয়, তাঁরা সেখান থেকে একাধিক মাদকদ্রব্য পেয়েছেনও যা বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ৪০০ কোটি আয়ের পর এবার দেশেও ২৫০ কোটির গণ্ডি পার ভুল ভুলাইয়া ৩ -র! কী হাল সিংঘম এগেনের?
এই বিষয়ে বলে রাখা ভালো, আজাজ খানের অফিসের অন্যতম কর্মী সুরজ গৌড়কে গত ৮ অক্টোবর আটক করা হয়েছিল ১০০ গ্রাম মেফেড্রোন অর্ডার করার কারণে। ইউরোপীয় একটি দেশ থেকে অর্ডার করে তিনি সেটা আনিয়েছিলেন। সেই ঘটনার পর আজাজ খানের আন্ধেরি অফিস থেকে সুরজকে কাস্টডিতে নেওয়া হয়।
সেই তদন্ত এখনও চলছে। এরপরই সেখানে জানা যায় ফালো গুলিওয়ালার যোগ রয়েছে এই মাদক মামলায়। সেটার সূত্র ধরেই যোগেশ্বরীর ফ্ল্যাটে বৃহস্পতিবার রেইড করা হয়। জানা গিয়েছে সেখান থেকে প্রায় ১৩০ গ্রাম মারিজুয়ানা পাওয়া গিয়েছে। ছিল অন্যান্য জিনিসও।
আরও পড়ুন: এক যুগ পর আসছে হেমলক সোসাইটির সিক্যুয়েল? 'আনন্দ কর' পরমের পরবর্তী জীবনের পর্দায় আনছেন সৃজিত?
হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্টে জানানো হয়েছে, এক অফিসিয়াল জানিয়েছেন, 'পার্সেলটা ট্র্যাক করার সময়ই সেটা আজাজ খানের বাড়িতে ডেলিভারি করার সময় ট্রেস করা হয়। সন্দেহ হলে দেখা যায় সেই পার্সেলে ও মাদক রয়েছে তাও ১০০ গ্রাম। গৌড়েরনামে সেটা অর্ডার করা হয়েছিল।'