মাত্র কয়েক মাস আগেই জন্মেছে সে। এখনও এক বছর হয়নি। তার আগেই গুগলে হইচই ফেলে দিয়েছে বিরাট এবং অনুষ্কার ছেলে! কিন্তু অকায়কে নিয়ে কী জানতে চায় মানুষ? কেনই বা এই একরত্তিকে নিয়ে এত আগ্রহ মানুষের।
আরও পড়ুন: কল্কি ২৮৯৮ এডি থেকে হীরামান্ডি: ২০২৪-এর IMDB-এর সবথেকে জনপ্রিয় ভারতীয় সিনেমা-সিরিজ কোনগুলো?
গুগলের ইয়ার ইন সার্চ তালিকায় অকায়
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছে অকায় কোহলি। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান, তাঁদের ছেলে লন্ডনে জন্মগ্রহণ করে। এরপর তাঁরা ছেলের নাম ঘোষণা করে জানান তাঁরা একরত্তির নাম অকায় রেখেছেন। আর তারপরই গুগলে সেই নামের অর্থ খোঁজার হিড়িক পড়ে যায়। আর সেই কারণেই জন্মাতে না জন্মাতেই মানুষের তাঁকে নিয়ে এত আগ্রহ তৈরি হয় যে ২০২৪ সালের গুগলের ইয়ার ইন সার্চ তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে বসে আছে অকায় কোহলি।
অকায় কথাটির অর্থ কী?
অকায় শব্দটি হিন্দি অর্থ যার উৎপত্তি তুর্কি। সংস্কৃততে অকায় শব্দটির অর্থ যার কায়া নেই অর্থাৎ শরীর নেই। অর্থাৎ মহাদেব, শিব।
কী খুঁজেছে মানুষ অকায়কে নিয়ে?
গুগলের ইয়ার ইন সার্চ ২০২৪ এর লিস্টের অর্থ বিভাগে দ্বিতীয় স্থানে আছে অকায়ের নাম। প্রথম স্থানে আছে অল আইজ অন রাফা। অকায়কে নিয়ে যে যে বিষয়গুলো খোঁজা হয়েছে সেগুলো হল : অকায় নামের অর্থ, অকায় নামের হিন্দি অর্থ, অকায় অর্থ হিন্দিতে, হিন্দিতে অকায়, অকায় কথার অর্থ
আরও পড়ুন: বিমান থেকে নামিয়ে আটক চঞ্চল চৌধুরীকে! অশান্ত বাংলাদেশে গৃহবন্দি পর্দার 'মৃণাল' - রিপোর্ট
এছাড়া সেরা পাঁচের বাকি ৩ শব্দ অর্থ হল সার্ভিকাল ক্যানসার, তাওয়াইফ, ডিমুর। পুকি, মোয়ে মোয়ে, গুড ফ্রাইডে, স্ট্যাম্পেড, কমশিক্রিশনের বিষয়ে মানুষ জানতে চেয়েছেন গুগলে। অর্থাৎ এই শব্দগুলোর অর্থ।