বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রকাশ্যে এল আকাশ ও স্লোকা আম্বানির পুত্র সন্তানের নাম

আম্বানি পরিবার প্রকাশ করছেন পরিবারের নতুন সদস্যের নাম। সম্প্রতি দাদু-ঠাকুমা হয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। নাতির নাম রাখলেন ‘পৃথ্বী আকাশ আম্বানি’। ইতিমধ্যে আম্বানি পরিবারের মুখপাত্র এই খবর প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, পুত্র সন্তান হয়েছে শিল্পপতি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি এবং তাঁর স্ত্রী শ্লোকা আম্বানির ঘরে। নবজাতকের আবির্ভাবে উচ্ছ্বসিত মুকেশ আম্বানি নিজের টুইটার হ্যান্ডেলে সুখবর প্রকাশ করেছিলেন এদিন। ১০ ডিসেম্বর পোস্ট করেছিলেন নাতির সঙ্গে নিজের ছবিও। এবার প্রকাশ্যে আনলেন খুদে সদস্যের নাম।

শিল্পপতি মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি নাতির নাম রাখলেন ‘পৃথ্বী আকাশ আম্বানী’। (ছবি সংগৃহীত)
শিল্পপতি মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি নাতির নাম রাখলেন ‘পৃথ্বী আকাশ আম্বানী’। (ছবি সংগৃহীত)

২০১৯ সালের ৯ মার্চ আকাশ ও শ্লোকা বিবাহসূত্রে বাঁধা পড়েন। বর্ণাঢ্য বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন সেক্রেটারি জেনারেল বান কি-মুন, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার ও তার স্ত্রী চেরি ব্লেয়ার, গুগল সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফ্ট সিইও সত্য নাদেলা-সহ রাজনীতি ও সিনেমা জগতের একঝাঁক নক্ষত্র। হাজির ছিলেন অমিতাভ বচ্চনের পরিবার থেকে সচিনের পরিবার। 

বন্ধ করুন