দিনকয়েক ধরেই চলছে রাখি সাওয়ান্তের বিয়ে নিয়ে চর্চা। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কনের সাজে রাখির ছবি। রেজিস্ট্রি ম্যারেজ করেছেন তিনি। বরের সাজে রাখির পাশে দেখা গেলে প্রেমিক আদিল দুরানি খানের। তবে হঠাৎই কনট্রোভার্সি কুইন দাবি করে বসেন যে বিয়ের কথা অস্বীকার করছে আদিল। এই নিয়ে কেঁদে কেঁদে ভিডিয়োও পোস্ট করেন। আসলে গত কয়েকদিন ধরেই তাঁরা দাম্পত্য জীবন নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য করে চলেছেন।
ETimes-কে আদিলকে জানিয়েছেন, ‘হ্যাঁ, রাখি এবং আমি বিবাহিত। আমরা একসঙ্গে থাকছি এবং সুখী।’ এরপর যখন আদিলকে প্রশ্ন করা হয় তাঁর পরিবার রাখিকে গ্রহণ করেছে কি না তিনি জানান, ‘ওই প্রসেসটা এখনও চলছে।’ ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে আদিল রাখিকে বিয়ে করার ব্যাপারটা অস্বীকার করেছিলেন কারণ তাঁর পরিবার এখনও এই বিয়ে মেনে নেয়নি। আরও পড়ুন: ঘোড়ার পিঠে অজ্ঞান, পরে গিয়ে মারাত্মক চোট পেলেন রণদীপ হুডা! ভর্তি হাসপাতালে
প্রসঙ্গত, রাখি সাওয়ান্ত এবং আদিল খানের বিয়ের যে ছবিগুলি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে ছবির সঙ্গে রাখির নাম লেখা ‘রাখি সাওয়ান্ত ফতিমা’ হিসাবে। রিপোর্ট অনুসারে, কথিত নিকাহনামার ভাইরাল ফোটোতে দাবি করা হয়েছে যে বিয়েটি ২৯ মে, ২০২২-এ মুম্বাইয়ের ওশিওয়ারাতে রাখি সাওয়ান্তের বাড়িতে হয়েছিল এবং কনেকে ৫১,৭৮৬ টাকার দেনমোহর দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই রাখির বিয়ে নিয়ে উঠছে নানা বিতর্ক। আরও পড়ুন: বিগ বস থেকে বেরিয়ে গেলেন সাজিদ? কম ভোট পাওয়ার জন্য নয়, রয়েছে বড় কারণ
রাখির নামবদল নিয়ে একটা টুইট করেছেন তসলিমা নাসরিনও। যেখানে তিনি ইসলামের সমালোচনা করে লিখেছেন, ‘রাখিকেও নিজের নাম বদলাতে হয়েছে কারণ তিনি এমন একজনকে বিয়ে করেছেন যিনি মুসলিম সম্প্রদায়ের। অন্য সম্প্রদায়ের মতো ইসলামকেও বিবর্তিত হতে হবে এবং মুসলমান ও অন্য ধর্মের মধ্যে বিয়েকে মান্যতা দিতে হবে।’
এর আগে রাখি বিয়ে করেছিলেন রীতেশ রাজকে। এই বিয়েও হয়েছিল লুকিয়ে। বরের নাম সকলকে বললেও ছবি দেখাননি। এরপর বিগ বস ১৫-র ঘরে রীতেশকে নিয়ে এন্ট্রি নেন রাখি। তবে রিয়েলিটি শো থেকে বের হওয়ার মাস খানেকের মধ্যেই দাবি তুলেছিলেন, এই বিয়ে বৈধ নয়। কারণ রীতেশ আগে থেকেই বিবাহিত। সেই বিয়েতে ডিভোর্স না নিয়েই ফের বিয়ে করছেন।