চারটেকে মাঝরাত বলবেন না ভোর? কপিল শর্মার অবশ্য সেসব ভাবাভাবির সময়ই নেই! মাথায় চিন্তা ঠিক সময়ে পৌঁছতে হবে। আসলে ডাক দিয়েছেন অক্ষয় কুমার। তাও আবার জিমে! কে না জানে, ভোর চারটের আগেই দিন শুরু হয়ে যায় খিলাড়ির। আর কপিলও জানে পৌঁছতে একটু ফোঁটাও দেরি হলে কপালে জুটবে কটাক্ষ!
সে যাই হোক, তড়িঘড়ি তো কপিল পৌঁছলেন জিমে। অক্ষয় এদিকে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন আজ কমেডির এই বেতাজ বাদশাকে একটু জব্দ করবেন। একের পর এক কঠিন এক্সারসাইজের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে থাকেন তিনি। আর সেসব দেখে তো ভয়ে হাল খারাপ হয়ে যায় কপিলের! একদিকে বেচারা সারা রাত ঘুমোয়নি, তারমধ্যে এইসব!
তবে রাতে ঘুমোন আর না ঘুমোন, কপিলের সেন্স অফ হিউমার সবসময়ই চাঙ্গা। প্রশ্ন করেন ‘এই যে আপনি পৃথ্বীরাজে ঘোড়াদের নিয়ে শ্যুট করেছিলেন, ওরাও উঠে যেত ভোর চারটের সময়?’ তবে অক্ষয় তলোয়ারবাজির চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই তিনি পগাড় পাড়। লম্বা দৌড় লাগালেন।
আর মাত্র দিন কয়েকের অপেক্ষা, এরপরই বড় পর্দায় আছড়ে পড়বে ‘পৃথ্বীরাজ’ ঝড়। দ্বাদশ শতাব্দীর রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনী এবার উঠে আসবে যশ রাজ ফিল্মসের এই পিরিয়ড ড্রামায়। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। ছবিতে অক্ষয়ের বিপরীতে রয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার। ৩ জুন মুক্তি পাচ্ছে ছবি।