বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay Vs Arshad: আসছে ‘জলি এলএলবি ৩’, মুখ্য চরিত্রে অক্ষয় থাকবেন না আরশাদ?

Akshay Vs Arshad: আসছে ‘জলি এলএলবি ৩’, মুখ্য চরিত্রে অক্ষয় থাকবেন না আরশাদ?

জলি এলএলবি ৩-তে মুখোমুখি হবেন অক্ষয় আর আরশাদ।

‘জলি এলএলবি’-তে থাকছে বড় চমক। কারণ তাতে একসঙ্গে থাকছেন অক্ষয় কুমার আর আরশাদ ওয়ারসি। মানে কোর্ট রুম ড্রামায় জলি ভার্সেস জলির সংঘাত হওয়ার খবর মিলছে।

Jolly LLB 3: আচ্ছা আপনাদের ‘জলি এলএলবি ১’ ভালো লেগেছিল না ‘জলি এলএলবি ২’! ২০১৩ সালে মুক্তি পেয়েছিল জলি এলএলবি-র প্রথম ছবি। যাতে অভিনয় করেছিলেন মুখ্য চরিত্রে আরশাদ ওয়ারসি। হিট হয় এই সিনেমা। এরপর ‘জলি এলএলবি ২’ আসে ২০১৭ সালে। যেখানে আরশাদের জায়গায় আসেন অক্ষয় কুমার। সেই ছবিও সাফল্য পায় বক্স অফিসে। 

তবে ‘জলি এলএলবি’-তে থাকছে বড় চমক। কারণ তাতে একসঙ্গে থাকছেন অক্ষয় কুমার আর আরশাদ ওয়ারসি। মানে কোর্ট রুম ড্রামায় জলি ভার্সেস জলির সংঘাত হওয়ার খবর মিলছে। ছবির পরিচালনা করবেন সুভাষ কাপুর। সুভাষ কাপুর থাকছেন পরিচালনার দায়িত্বে। শোনা যাচ্ছে, ২০২৩ সালে ফ্লোরে যাওয়ার কথা রয়েছে এই সিনেমার। প্রযোজনার দায়িত্ব সামলাবেন স্টার স্টুডুয়ো। আরও পড়ুন: ‘বিয়ে তখনই হবে যখন…’, আথিয়া-রাহুলের বিয়ে এই কারণেই দিতে পারছেন না সুনীল শেট্টি

পিঙ্কভিলার রিপোর্ট অনুসারে, ‘সুভাষ কাপুর, অক্ষয় কুমার, আর আরশাদ ওয়ারসি অনেকদিন ধরেই প্ল্যান করছিলেন জলি এলএলবি ৩ নিয়ে। অবশেষে তা সম্ভব হয়েছে। সুভাষ এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন ছবিতে যেখানে মুখোমুখি সংঘর্ষ বাঁধবে দুই জলির। খুব প্রাসঙ্গিক টপিক তুলে ধরা হবে হাস্যরসের মোড়কে ছবিতে।’ একইসঙ্গে জলি সিরিজের আরেক চর্চিত চরিত্র সৌরভ শুক্লা যাকে আমরা দেখেছি বিচারপতির চরিত্রে, তিনিও থাকছেন নতুন পার্টে। আরও পড়ুন: অবিন্যস্ত চুল, মায়াবী চাউনি, পুলের নীল জলে দিতিপ্রিয়াকে দেখে ঘুম উড়ল ভক্তদের

তবে এই প্রথম নয় যখন একসঙ্গে কাজ করতে চলেছেন আরশাদ ওয়ারসি আর অক্ষয় কুমার। এর আগে বচ্চন পাণ্ডে ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। কাজের সূত্রে এরপর অক্ষয়কে দেখা যাবে ক্যাপসুল গিল, বড়ে মিঞা ছোটে মিঞা, রাম সেতু, ওহ মাই গড ২, সেলফি ২-তে দেখা যাবে। আরও পড়ুন: ‘এই তো মা হলাম’, প্রেগন্যান্সি কিট কিনতে অস্বস্তি হচ্ছিল দেবিনার, গুরমিত তো…

প্রসঙ্গত, পর পর ফ্লপ করেছে অক্ষয় কুমারের ছবি। ‘বচ্চন পাণ্ডে’,‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’-এর ভরাডুবি ভাবিয়েছে অক্ষয়কে। সেই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, 'ছবি (বক্স অফিসে) চলছে না, এটা আমাদের ব্যর্থতা। আমার ব্যর্থতা। আমাকে পালটাতে হবে, বুঝতে হবে দর্শক কী চাইছে, এখানে অন্য আর কাউকে দোষ দেবার দরকার নেই,আমাকে ছাড়া'।

 

বন্ধ করুন