২০০৭ সালে অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের জুটির হরর কমেডি ছবি ভুল ভুলাইয়া দারুণ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। কিন্তু ভুল ভুলাইয়া ২ এ দেখা যায়নি অভিনেতাকে। থাকছেন না তৃতীয় শিক্যুয়েলেও। তবে আবারও একটি ভৌতিক কমেডি ছবির জন্য জুটি বাঁধছেন তাঁরা। ছবির নাম কী?
আরও পড়ুন: প্রথম অভিযোগ এনেছিলেন তিনিই, অরিন্দম সাসপেন্ড হতেই রূপাঞ্জনা বললেন, 'দরকারে আবার লড়াইয়ে নামব'
অক্ষয় এবং প্রিয়দর্শনের নতুন ছবি
এদিন প্রকাশ্যে এল অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের নতুন হরর কমেডি ছবির নাম। তাঁদের এই ছবিটির নাম হবে ভূত বাংলা। ভুল ভুলাইয়া ছবিটির ১৪ বছর পর আবারও তাঁরা জুটি বাঁধবেন। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল সেই আইকনিক হিট ছবি।
প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। সেখানে দেখা যাচ্ছে পিছনে একটি দুর্গ। তাতে কিছু ঘরে আলো জ্বলছে। আর তারই সামনে বিড়াল কাঁধে দাঁড়িয়ে আছেন অক্ষয় কুমার। অভিনেতার হাতে ধরা রয়েছে এক বাটি দুধ। সেটাই চেয়ে খাচ্ছেন তিনি।
জানা গিয়েছে ছবিটির প্রযোজনা করবেন অক্ষয় কুমার, শোভা কাপুর এবং একতা কাপুর। ২০২৫ সালে মুক্তি পাবে ছবিটি। কিন্তু কবে বা কোন সময় এই ছবিটি মুক্তি পাবে সেটা এখনও জানা যায়নি। কিন্তু বলাই বাহুল্য এই ছবির মাধ্যমে অক্ষয় কুমার আবারও চেনা ফরম্যাটে ফিরতে চলেছেন তাঁর।
আরও পড়ুন: হাসপাতালে নামের ফলক নিয়ে দেবের নিন্দা কুণালের, 'উনি অপপ্রচার চালাচ্ছেন' পাল্টা জবাব অভিনেতার
ভুল ভুলাইয়া ৩ প্রসঙ্গে
ভুল ভুলাইয়া ৩ ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানি, বিদ্যা বালান, প্রমুখকে। এই ছবিটির পরিচালনা করছেন আনিস বাজমি। এই বছরের দীপাবলির সময় মুক্তি পাওয়ার কথা এই ছবিটির।
অন্যদিকে অক্ষয় কুমারকে শেষবার দেখা গিয়েছে খেল খেল মে ছবিটিতে। এটি স্বাধীনতা দিবসের মসয় মুক্তি পেয়েছিল। তাঁকে একই সময় স্ত্রী 2 ছবিতেও দেখা গিয়েছে, তবে ক্যামিও চরিত্রে।