খাট্টা মিঠা সিনেমার ১৫ বছর পর ফের আরও একবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন। একতা কাপুর প্রযোজিত হরর কমেডি সিনেমা হতে চলেছে ভূত বাংলা। তবে শুধু প্রিয়দর্শন এবং অক্ষয় নয়, এই সিনেমার হাত ধরে বহু বছর পর বড় পর্দায় একসঙ্গে অভিনয় করবেন অক্ষয় এবং টাবু।
ভূত বাংলা সিনেমায় অক্ষয় এবং টাবু ছাড়া অভিনয় করবেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আনসারি, ওয়ামিকা গাব্বি সহ আরও অনেকে। বর্তমানে হায়দরাবাদে শুটিংয়ে ব্যস্ত ভূত বাংলো টিম। চলতি মাসের মধ্যে সিনেমার শ্যুটিং শেষ করার চেষ্টা করছেন প্রিয়দর্শন। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে সিনেমাটি দেখা যাবে বড় পর্দায়।
আরও পড়ুন: ‘এটি ভীষণ বিরক্তিকর..’, ব্লক বুকিং নিয়ে ক্ষোভ প্রকাশ কুণাল কোহলির
আরও পড়ুন: ক্যানসার সহ একাধিক দুরারোগ্য রোগে আক্রান্ত হৃতিকের বোন! রাকেশ বললেন, 'ওই শিখিয়েছে কঠিন সময়ে হাসতে'
ভূত বাংলার বড় চমক
ভূত বাংলা আদৌ কি গল্প নিয়ে তৈরি করা হয়েছে তা এখনও অজানা। সিনেমার টিজার বা ট্রেলার কোনওটাই মুক্তি পায়নি এখনও। তবে জানা গেছে এই সিনেমায় একটি শাস্ত্রীয় সঙ্গীতে নাচ করবেন অক্ষয় এবং টাবু। প্রীতমের সুরে এই শাস্ত্রীয় সঙ্গীতে প্রথমবার বড়পর্দায় একসঙ্গে নাচ করবেন এই দুই তারকা।
ভূত বাংলো সিনেমায় হেরা ফেরি, ভাগম ভাগ, ভুল ভুলাইয়া- এর বেশিরভাগ তারকাকে দেখা যাবে। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে ‘হেরা ফেরি ৩’ আসতে চলেছে, তাও আবার প্রিয়দর্শনের পরিচালনায়। প্রিয়দর্শন মানেই নিখাদ মজা, কমেডি।
আরও পড়ুন: ১৪ বছর পর মুম্বই ফিরলেন কাজে, 'ইংরেজি শিখতে পারলাম না...', আক্ষেপ সেলিনা জেটলির
আরও পড়ুন: ভারত ছেড়ে এবার পাকিস্তানে জন আব্রাহাম,আসছে ‘দ্যা ডিপ্লোম্যাট’, টিজারে মুগ্ধ নেটপাড়া
স্বাভাবিকভাবেই পরিচালকের নাম দেখার পর এই সিনেমাগুলি নিয়ে কিছুটা বাড়তি চাহিদা থেকেই যায় দর্শকদের মধ্যে। তবে শুধু ‘ভূত বাংলা’ নয়, ‘হেরা ফেরি ৩’ সিনেমাতেও টাবুর উপস্থিতি থাকবে বলে মনে করা হচ্ছে।