অনেক কিছুই সময়ের সঙ্গে পাল্টে যায়, আবার অনেক কিছুই পাল্টায় না। যেমন ধরুন কাজল এবং শাহরুখকে আজও যদি পর্দায় দেখেন, তাহলে কখনও পুরনো লাগবে না। তেমনই পুরনো দিনের নায়ক নায়িকাদের ফের একসঙ্গে জুটি বাঁধতে দেখলে যেমন তাঁরা নস্টালজিক হয়ে পড়েন তেমন দর্শকরাও হাতড়ে দেখেন পুরনো দিনের পাতা।
সম্প্রতি ভূত বাংলো সিনেমার শ্যুটিং শুরু হয়েছে জয়পুরে। আপাতত জয়পুরে রয়েছেন অক্ষয়, পরেশ সহ আরও অনেকে। এবার সেই দলে যোগ দিলেন টাবুও। টাবুকে দেখেই ইমোশনাল হয়ে পড়ে অক্ষয়। জড়িয়ে ধরেন বন্ধুকে। দুই তারকার এই পুনর্মিলনের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বালাজি মোশন পিকচার।
আরও পড়ুন: 'আমি আজও মানসিক রোগী', অকপট হানি সিং, বাইপোলার ডিসঅর্ডার নিয়ে কথা উঠতেই রিয়া বললেন…
ছবিটি পোস্ট করে তাঁরা লিখেছেন, কিছু কিছু জিনিস সময়ের সঙ্গে আরও বেশি ভালো এবং আইকনিক হয়ে ওঠে। @priyadarshan.official , @akshaykumar and @tabutiful are back in action after 25 years for #BhoothBangla in Jaipur। ছবিতে অক্ষয়কে একটি কালো রঙের হুডি পরে থাকতে দেখা গেছে, টাবুকে পরে থাকতে দেখা গেছে একটি ওয়াইন কালারের জ্যাকেট।
ভূত বাংলো প্রসঙ্গে
ভূত বাংলো সিনেমাটি পরিচালনা করছেন প্রিয়দর্শন। এটি একটি হরর কমেডি সিনেমা হতে চলেছে। সিনেমাটি শোভা কাপুর এবং একতা কাপুরের বালাজি টেলিফিল্ম এবং অক্ষয় কুমারের প্রডাকশন হাউজ কেপ অফ গুড ফিল্মস দ্বারা নির্মিত। প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফারা শেখ এবং বেদান্ত বালি। সিনেমার চিত্রনাট্য লিখেছেন রোহন শংকর, অভিলাষ নায়ার এবং আকাশ এ কৌশিক। সিনেমাটি আগামী ২ এপ্রিল ২০২৬-এ মুক্তি পাবে।
আরও পড়ুন: বাড়ির ছাদেই হল পিকনিক, কী ছিল মেনুতে? বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন তনুশ্রী
অক্ষয় এবং টাবু এর আগে হেরা ফেরি, তু চোর মে সিপাহি সহ বেশ অনেক সিনেমায় অভিনয় করেছেন। একে অপরের বিপরীতে অভিনয় না করলেও স্ক্রিন শেয়ার করেছেন তাঁরা। বহু বছর পর ফের আরও একবার একসঙ্গে কাজ করবেন এই জুটি। প্রসঙ্গত, ভূত বাংলো ছাড়াও স্কাই ফোর্স, হাউসফুল ৫ - এ অভিনয় করবেন অক্ষয়।