বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay Kumar: কীভাবে এল সস্তায় বিমান চড়ার সুযোগ, বড় পর্দায় আনছেন অক্ষয়, প্রকাশ্যে মুক্তির তারিখ

Akshay Kumar: কীভাবে এল সস্তায় বিমান চড়ার সুযোগ, বড় পর্দায় আনছেন অক্ষয়, প্রকাশ্যে মুক্তির তারিখ

সুরারাই পত্রুর রিমেকের মুক্তির দিন ঘোষণা অক্ষয়ের

Akshay Kumar: সুরারাই পত্রুর হিন্দি রিমেক আসছে। মূল তামিল ছবিটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল। প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল সুরিয়াকে। এবার হিন্দি রিমেকে নাম ভূমিকায় আসছেন অক্ষয় কুমার। প্রকাশ্যে আনা হল মুক্তির দিন।

হিট তামিল ছবি সুরারাই পত্রু এবার হিন্দিতে। এই জনপ্রিয় তামিল ছবিটির এবার হিন্দি রিমেক হতে চলেছে। মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। তিনি নিজেই সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবির মুক্তির দিন ঘোষণা করলেন। এই ছবিতে তিনি ছাড়াও রাধিকা মদন, পরেশ রাওয়াল, প্রমুখকে দেখা যাবে। ছবিটি ১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা।

অক্ষয় কুমার নিজে টুইটারে এই ছবির কথা ঘোষণা করে লেখেন, 'আমরা শুরু করার জন্য তৈরি। প্রোডাকশন নম্বর ২৭ (এখনও নাম ঠিক হয়নি ছবির) বিশ্বজুড়ে আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। অভিনেতার শেয়ার করা পোস্টারে তাঁর একটি অবয়বের সঙ্গে একটি প্লেনের ছবি দেখা যাচ্ছে।

এই ছবিটির প্রযোজনা করেছেন অরুণা ভাট, জ্যোতিকা, সুরিয়া এবং বিক্রম মালহোত্রা। যিনি তামিল ছবিটির পরিচালনা করেছিলেন, সেই সুধা কোঙ্গারাই এই ছবিটির পরিচালনা করবেন।

যেই অভিনেতা এই ছবির পোস্টার শেয়ার করলেন অমনি তাঁর অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেন। তাঁদের মধ্যে একজন লেখেন, '১১ বছর পর আমি আমার আক্কি আর পরেশ স্যারকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে আছি। এটাই যথেষ্ট কারণ এই ছবি দেখার জন্য।' আরেক অনুরাগী লেখেন, 'সুরিয়া স্যারের ক্যামিওর জন্য অপেক্ষা করে আছি।' আসল ছবিতে সুরারাই পত্রুর চরিত্রে খোদ সুরিয়া অভিনয় করেছিলেন। তাঁর বিপরীতে তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন অপর্ণা বালামুরলি। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন অপর্ণা। ছবিটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল। হিন্দি ভার্সনে অপর্ণার জায়গায় রাধিকা মদনকে দেখা যাবে।

তবে একদিকে যতই অক্ষয় ভক্তরা তাঁর প্রশংসা করুক না কেন, আরেক দল কিন্তু তাঁর সমালোচনা করেছেন। এক ব্যক্তি লেখেন, 'অক্ষয় এখনও সেফ কেন খেলছেন? এই সময় তো তাঁর লার্জার দ্যান লাইফ কোনও মুভি করার কথা। হেরা ফেরি ৩ ফারহাদ সামজি পরিচালনা করবেন। ফলে এখানেও কোনও আশা নেই। অক্ষয় বেসিক্যালি নিজেকে শেষ করছেন। ওঁর এখন সূর্যবংশীর মতো কোন ছবি করা উচিত।'

বিগত বেশ কয়েকটা ছবি অক্ষয়ের ডাঁহা ফ্লপ করেছে। এবার দেখা যাক এই ছবির হাত ধরে তাঁর কেরিয়ারের গ্রাফের বদল হয় কিনা এখন সেটাই দেখার পালা।

বায়োস্কোপ খবর

Latest News

RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন সম্পত্তি ‘টলিউডের বি গ্রেড,সি গ্রেড সব শিল্পী..’, তৃণমূল সাংসদের কটাক্ষ,পালটা তুলিকা আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬টি দেশের বিরুদ্ধে জয়ের নজির আফগান মহম্মদ নবির... মাঠের মধ্যেই দড়ি দিয়ে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছেন! কোহলি-পন্তের এ কেমন মজা কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা! তবে সব পরিষেবা দেবেন না, দিলেন সরকারকে ‘ওয়ার্নিং’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.