সম্প্রতি এক পান মশলার বিজ্ঞাপন ক্যাম্পনের অংশ হয়েছিলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার।শাহরুখ খান, অজয় দেবগণের মতো বলিউড সুপারস্টাররা আগে থেকেই সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এই বিজ্ঞাপনী প্রচারের অংশ হওয়ায়, অক্ষয় কুমারের উপর ক্ষুব্ধ হয় একাশং নেটিজেন।
বরাবরই স্বাস্থ্য সচেতন হিসেবে ভক্তদের কাছে নিজেকে তুলে ধরেন আক্কি। অনুরাগীদের ভাবনাকে সম্মান ও গুরুত্ব দিয়ে সেই ক্যাম্পনের থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন।
'বিমল এলাইচি'র বিজ্ঞাপনের সঙ্গে বেশ কয়েক বছর ধরে যুক্ত অজয় দেবগণ। শাহরুখ গত বছর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছিলেন এবং দুজনে একসঙ্গে একটি বিজ্ঞাপনে হাজির হন। গত সপ্তাহে, দুজন আবার একসঙ্গে হাজির ছিলেন। সঙ্গে যোগ দেন অক্ষয় কুমারও। দিন কয়েক বাদেই সেই বিজ্ঞাপনের প্রচার শুরু হয়েছিল। আরও পড়ুন: Akshay Kumar: ক্ষমা চেয়ে পানমশলার বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ালেন অক্ষয়, দান করবেন প্রাপ্ত টাকা
অক্ষয় এবং অজয়ের বন্ধুত্ব কারও অজানা নয়। সম্প্রতি ‘রানওয়ে ৩৪’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অজয় দেবগণ। ব্র্যান্ড এনডোর্সমেন্ট সম্পর্কে অজয়কে জিজ্ঞাসা করা হয়েছিল। ইন্ডিয়ানএক্সপ্রেস ডটকমের একটি প্রতিবেদন অনুসারে, অজয় বলেছেন, ‘এটি ব্যক্তিগত পছন্দ। আপনি যখন কিছু করে থাকেন, তখন আপনি এটিও দেখতে পান যে এটি কতটা ক্ষতিকর। কিছু ক্ষতিকারক, কিছু নয়।’
অজয় যোগ করেছেন, ‘নাম না করে বলছি, কারণ আমি এখানে সেই প্রচার করতে আসিনি। আমি এলাচের বিজ্ঞাপন করি। বিজ্ঞাপনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল, কিছু জিনিস যদি ভুল হয়, তাহলে তা বিক্রি বন্ধ করা দরকার।’
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষমাপ্রার্থনা করে অক্ষয় কুমার লেখেন, ‘আমি ক্ষমাপ্রার্থী। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, আমার সমস্ত অনুরাগী, শুভাকাঙ্খীদের কাছে। আপনাদের গত কয়েকদিনের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন কখনই করিনি, এবং কোনওদিন করব না, তবুও আমি বিমল এলাইচির সঙ্গে আমার যুক্ত হওয়াটা আপনাদের ভাবনাকে আহত করেছে জেনে আমি দুঃখিত।'
অভিনেতা আরও যোগ করেন, ‘নম্রতার সঙ্গে আমি পিছিয়ে আসছি। আমি সিদ্ধান্ত নিয়েছে ওই এনডোর্সমেন্ট থেকে প্রাপ্ত টাকা আমি একটা প্রয়োজনীয় কাজে দান করব। সংস্থা ওই বিজ্ঞাপনের প্রচার চালিয়ে যেতে পারে যতদিন পর্যন্ত আইনিভাবে আমি তাঁদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছি। কিন্তু আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আমি খুব সতর্ক থাকব নিজের সিদ্ধান্তগুলো নিয়ে। পরিবর্তে, আমি শুধু আপনাদের ভালোবাসা আর শুভেচ্ছা চাই’। তার ঘোষণার পরে, ভক্তরা খুশি যে অভিনেতা তার ভুল বুঝতে পেরেছেন এবং প্রকাশ্যে স্বীকার করেছেন।