বক্স অফিসের সব রেকর্ড চুরমার করে মাত্র ৪ দিনেই ৫০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে ‘জওয়ান’। গত বৃহস্পতিবার, জন্মাষ্টমীর দিন মুক্তি পেয়েছিল শাহরুখ খানের এই ছবি। রবিবার পর্যন্ত বিশ্ব বক্স অফিসে এই ছবির আয় দাঁড়িয়েছে ৫২০.৭৯ কোটি টাকা। শাহরুখ প্রমাণ করে দিয়েছেন বক্স অফিসের আল্টিমেট কিং খান তিনি! ‘পাঠান’-এর পর ‘জওয়ান’ ফের এবার হলমুখী করেছে দর্শকদের। দক্ষিণের চাপ কোণঠাসা বলিউডকে নতুন অক্সিজেন দিয়েছেন বাদশা। তাই তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলে, পিছিয়ে থাকলেন না বলিউডের খিলাড়ি কুমারও। আরও পড়ুন- ‘জওয়ান’-এ কৃষক আত্মহত্যার কথা! রাজনৈতিক তরজার মাঝেই জি ২০ সামিট নিয়ে মোদীকে অভিনন্দন শাহরুখের
লুকোছাপা করে নয়, প্রকাশ্যে শাহরুখের দরাজ প্রশংসা করলেন আক্কি। এক্স (অতীতে টুইটার) প্ল্যাটফর্মে ‘জওয়ান’ শাহরুখকে অভিনন্দন বার্তা দিলেন খিলাড়ি, পালটা জবাব দিতে ভুললেন না বাদশা। অক্ষয় লেখেন- ‘উফ কী দুর্দান্ত সাফল্য! আমার জওয়ান,পাঠান, শাহরুখকে অশেষ অভিনন্দন। আমাদের ছবির হাল ফিরেছে, আর একেই বলে ফিরে আসা!’ আক্কির এই অভিনন্দন বার্তার উত্তরে শাহরুখ লেখেন- ‘আপনি তো আমাদের সকলের জন্য প্রার্থনা করেছিলেন, তারই ফসল এই সাফল্য। অনেক শুভেচ্ছা তোমাকেও, সুস্থ থাকো খিলাড়ি! ভালোবাসি তোমায়’।
সেভাবে পর্দায় একসঙ্গে কাজ করেননি শাহরুখ-অক্ষয়, তবে তাঁদের বন্ধুত্বের সম্পর্ক কতটা মজবুত তা ফের একবার প্রমাণ করে দিল এই টুইট। শাহরুখ-মাধুরী-করিশ্মা অভিনীত দিল তো পাগল হ্যায় ছবিতে বিশেষ চরিত্রে দেখা মিলেছিল অক্ষয়ের। নব্বইয়ের দশকের গোড়া থেকে এই দুই ‘আউটসাইডার’ বলিউডের হাল ধরে রেখেছেন এক নাগাড়ে।
কাকতালীয় ব্যাপার হল ‘রাওড়ি রাঠৌর’ ছবিতে আক্কি অভিনীত চরিত্রের নাম ছিল বিক্রম রাঠৌর, আর জওয়ানে শাহরুখের চরিত্রের নামও বিক্রম রাঠৌর। সোশ্যাল মিডিয়ায় দুজনের কথা চালাচালি দেখে ফ্যানেদের আবদার, ‘শীঘ্রই তোমাদের এক ছবিতে দেখতে চাই’।
প্রথম চারদিনেই ভারতীয় বক্স অফিসে ‘জওয়ান’ ২৮৭ কোটি টাকা তুলে নিয়েছে। সোমবারই দেশের বক্স অফিসে ৩০০ কোটি টাকা পার করে ফেলবে জওয়ান। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। আর প্রথমদিনই সকলকে তাক লাগিয়ে সব রেকর্ড ভেঙে প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলে এই ছবি। তারপর লাফিয়ে লাফিয়ে বেড়েছে আয়ের পরিমাণ। গতকাল অর্থাৎ রবিবার গোটা দেশে ৮১ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল এই ছবির। একদিনে এই প্রথম কোনও বলিউড ছবি এত টাকা আয় করল।
প্রসঙ্গত ‘জওয়ান’ ছবিটিতে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। এখানে তিনি বিক্রম রাঠোর এবং আজাদের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে মুখ্য মহিলা চরিত্র তথা দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। খলনায়কের চরিত্রে আছেন বিজয় সেতুপতি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ আছেন। ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তের।