সম্প্রতি আসন্ন সিনেমা স্কাইফোর্সের প্রচারের জন্য বিগ বসে এসেছিলেন অক্ষয় কুমার। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও সলমন না আসার কারণে সেট ছেড়ে চলে যান অক্ষয় কুমার। খবরটি ছড়িয়ে পড়ার পরেই এবার মাঠে নামলেন অক্ষয় কুমার নিজেই। বন্ধুকে বাঁচাতে কি বললেন তিনি?
গত ১৯ জানুয়ারি বিগ বস ত্ক নামক একটি অফিশিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় এই খবরটি। লেখা হয়, অক্ষয় কুমার শ্যুটিং না করেই বিগ বসের সেট ছেড়ে চলে গেলেন। নির্ধারিত সময় দুপুর দুটোর সময় অক্ষয় কুমার রেডি হয়েছিলেন। কিন্তু সলমন খান তখনও আসেননি। এক ঘন্টা অপেক্ষা করার পর অক্ষয় সেট ছেড়ে বেরিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: ফের আসছে রণবীর-দীপিকা জুটি? ধর্মা প্রোডাকশনের পোস্ট দেখে জল্পনা তুঙ্গে
আরও পড়ুন: বিয়েবাড়িতে শাড়ি পরে আর ঠান্ডায় কাঁপতে হবে না, দীপিকার শাড়ি ড্রেপার ডলি দিলেন ১০ টিপস
খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। নেটিজেনদের একটি বড় অংশ ভাইজানের নিন্দায় ব্যস্ত হয়ে পড়েন। নির্ধারিত সময় থাকা সত্ত্বেও কেন তিনি দেরি করে এসেছেন, তা নিয়ে প্রশ্ন করেন অনেকেই। ভাইজানের প্রতিপক্ষে যখন সকলেই কথা বলছিলেন ঠিক সেই সময় বন্ধুর হয়ে মুখ খুললেন অক্ষয় নিজেই।
সম্প্রতি দিল্লির একটি মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে অক্ষয় বলেন, আমার সলমনের সঙ্গে কথা হয়ে গিয়েছিল। ও সেদিন ব্যক্তিগত একটি কারণে আটকে গিয়েছিল বাড়িতে। আমাকে বলেছিল ৪০ মিনিট মতো দেরি হবে ওর। কিন্তু আমাকে চলে যেতে হয়েছিল কারণ আমার অন্য কাজ ছিল তাই। এটি কোনও ইচ্ছাকৃত ভুল নয়। আমাদের মধ্যে কোনও সমস্যাই নেই।
আরও পড়ুন: ‘কমেডি নাইট উইথ কপিল’ কেন ছেড়েছিলেন উপাসনা? বললেন, ‘পাঞ্চলাইন কেটে…’
আরও পড়ুন: শাহরুখ নাকি সলমন, সোনু সুদের বিচারে সেরা অভিনেতা কে
প্রসঙ্গত, স্কাইফোর্সের প্রচারের পাশাপাশি ‘ভূত বাংলো’-র সিনেমার শুটিং নিয়ে বেজায় ব্যস্ত অক্ষয়। এই মুহূর্তে জয়পুরে শ্যুটিং চলছে এই সিনেমার। স্বাভাবিকভাবেই তাই ব্যস্ত সিডিউল থাকার কারণে অনিচ্ছা সত্ত্বেও বিগ বসের ছেড়ে চলে যেতে হয়েছিল অক্ষয়কে। কিন্তু গোটা ঘটনাটিকে যখন সোশ্যাল মিডিয়ায় অন্যভাবে দেখানো হয়েছিল, তখন বন্ধুর পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসতেই হল খিলাড়িকে।