২০২০-তে অনিল কাপুর ও অনুরাগ কাশ্যপকে নিয়ে 'একে ভার্সেস একে' বানিয়েছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। যদিও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিক্রমাদিত্য স্বীকার করে নিয়েছেন যে অনিল কাপুরের এই চরিত্রটি তিনি আমির খানের কথা মাথায় রেখে লিখেছিলেন।
‘একে ভার্সেস একে’-র গল্পে দেখা যায় অনুরাগ কাশ্যপ বিভিন্ন বিতর্কের মোকাবিলা করেন, যা তাঁর কেরিয়ারকে প্রভাবিত করে। এরপর তিনি অনিল কাপুরের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা করেন। কাপুরের মেয়ে সোনমকে অপহরণ করেন। এরপর বর্ষীয়ান অভিনেতা মেয়েকে খুঁজে বের করতে মুম্বই জুড়ে লোক পাঠান। বিক্রমাদিত্য মোতয়ানের কথায়, এই AK-র চরিত্রে একাধিক অভিনেতাকেই দেখা যেতে পারত।
আরও পড়ুন-‘যৌনতা না হয় আপনার বিছানাতেই থাক, নিজের লিঙ্গ জাহির করার কী প্রয়োজন!’ বলছেন কঙ্গনা

একে ভার্সেস একে
AK-র চরিত্রের জন্য কি আমিরকে বলা হয়েছিল? এই প্রসঙ্গে বিক্রমাদিত্য মোতয়ানে বলেন, ‘আমিরকে আমি এই চরিত্রে জন্য প্রস্তাব দিই নি, জানতাম এটা ও করবে না। অক্ষয় কুমারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওর সঙ্গে আলোচনা বেশ আকর্ষণীয় ছিল।’ মোতওয়ানে হেসে বলেন, ‘আমার অফিস থেকে বের হয়ে যাওয়া, এই কথাটা অক্ষয় আমায় বলেননি ঠিকই, তবে যা বলেছে, সেটা এর কাছাকাছিই ছিল।’ একসময় শাহিদ কাপুরের এই ছবিটি করার কথা ছিল, তখন এর নাম ছিল SK বনাম AK। যদিও পরে শাহিদ ২০১৬ সালে এক সাক্ষাৎকারে বলেন, 'এই ছবি হচ্ছে না, আমি এটা করছি না।'
বিক্রমাদিত্য মোতওয়ানে বলেন এই ছবিতে সকলেই অনিল কাপুরের অভিনয়ের প্রশংসা করেছেন। অনুরাগ কাশ্যপও দারুণ ছিলেন। যেটি কিনা ২০২০ সালে নেটফ্লিক্সে মুক্তি পায়। যদিও এটি নিয়ে সেসময় মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছিল।