বর্তমানে হাউজফুল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম অধ্যায় অর্থাৎ হাউজফুল ৫ নিয়ে ব্যস্ত অক্ষয় কুমার। সেই ছবির শ্যুটিং ফ্লোরেই এদিন গুরুতর আহত হলেন তিনি। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর চোখ। এখন কেমন আছেন আক্কি?
হাউজফুল ৫ এর সেটে আহত অক্ষয় কুমার
হাউজফুল ৫ এর সেটেই একটি দৃশ্যের শ্যুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েন অক্ষয় কুমার। এই দুর্ঘটনায় তাঁর চোখ সবথেকে বেশি আঘাত পেয়েছে বলেই জানা গিয়েছে। কিন্তু ঠিক কী হয়েছে? ঘনিষ্ট সূত্রের তরফে রিপোর্টে জানানো হয়েছে, অক্ষয় এদিন হাউজফুল ৫ ছবিটির একটি কঠিন দৃশ্যের শ্যুটিং করছিলেন। সেই সময়ই তাঁর চোখে কিছু একটা উড়ে এসে ঢুকে যায়।
এই ঘটনার পরই সেটে চিকিৎসক ডাকা হয়। তিনিই প্রাথমিক চিকিৎসা করেন। ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেন আক্কির চোখ। আপাতত সেই চিকিৎসক জানিয়েছেন অক্ষয় কুমারকে বিশ্রামে থাকতে হবে।
যদিও সূত্রের তরফে জানানো হয়েছে অভিনেতা শীঘ্রই শ্যুটিং শুরু করতে চাইছেন আবার। দ্রুত ফ্লোরে ফিরতে চাইছেন। তবে আপাতত তাঁকে ছাড়াই বাকিদের নিয়ে হাউজফুল ৫ এর শ্যুটিং পুনরায় শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। হাউজফুল ৫ ছবিটির শ্যুটিং একেবারে শেষ পর্যায়ে আছে বলে জানা গিয়েছে। তাই অক্ষয় চান না এই কাজটুকু ফেলে রাখতে।
হাউজফুল ৫ প্রসঙ্গে
হাউজফুল ৫ ছবিটির পরিচালনা করছেন তরুণ মানসুখানি। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাবে ছবিটি। আর তখনই ছবিতে কারা কারা থাকতে চলেছেন সেটা প্রকাশ্যে আনা হয়েছে। হাউজফুল ৫ ছবিটি যে পুরো নক্ষত্রখচিত ছবি হতে চলেছে বলার অপেক্ষা রাখে না। থাকবেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, প্রমুখ। থাকবেন নানা পটেকর, চাঙ্কি পান্ডে, শ্রেয়স তালপাড়ের মতো অভিনেতারাও।
জানা গিয়েছে ইউরোপের বেশ কিছু জায়গায় শ্যুটিং চলেছে এই ছবির। এমনকি ৪০ ইন ধরে একটি জাহাজেও শ্যুটিং করেছে টিম।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে গরম গরম কথা বলার পরেও প্রতিবাদে বাংলাদেশের ভরসা সেই বলিউড!
প্রসঙ্গত হাউজফুল ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি অর্থাৎ হাউজফুল ৪ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল ছবিটি। মুখ্য ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার, কৃতি শ্যানন, ববি দেওল, চাঙ্কি পান্ডে, কৃতি খারবান্দা, পূজা হেগরে, নওয়াজউদ্দিন সিদ্দিকি, প্রমুখ।