গত কয়েক বছর ধরেই বলিউডের অলিতে গলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল আরশাদ ওয়ার্সির সঙ্গে নাকি অক্ষয় কুমারের সম্পর্ক পড়তির দিকে। 'বচ্চন পাণ্ডে' ছবির শ্যুটিং চলার সময়ও নাকি ছবির সহ-অভিনেতা আরশাদ ওয়ার্সির সঙ্গে ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে পড়েছেন অক্ষয় কুমার। এতদিন চুপ করে থাকলেও এবার তাঁদের 'লড়াই'-এর কথা নিয়ে মুখ খুললেন 'খিলাড়ি' স্বয়ং।
২০১৭ সালে বক্স অফিসে মুক্তি পাওয়া সুপারহিট ছবি 'জলি এলএলবি ২'-তে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন অক্ষয়। ওই সিরিজের পয়লা নম্বর ছবিতে অবশ্য মুখ্য চরিত্রে ছিলেন আরশাদ। সে ছবিও তুমুল হিট হয় বক্স অফিসে। গুঞ্জন উঠেছিল, এরপরেই আরশাদকে সরিয়ে মঞ্চে অক্ষয় আসায় নাকি 'খিলাড়ি'-র উপর বেজায় চটেছিলেন 'সার্কিট'। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল এই খবর।
সম্প্রতি,'বচ্চন পাণ্ডে'-র প্রচারে একসঙ্গে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই দুই বলি-অভিনেতা। সেখানেই নিজেদের এই 'লড়াই' নিয়ে নিজেই মুখ খোলেন অক্ষয়। তাঁকে সঙ্গ দেন আরশাদও। জমিয়ে খুনসুঁটিতেও মেতে ওঠেন দু'জন। যেইমাত্র অক্ষয় বলা শুরু করেছেন, 'যখন আমার জলি এলএলবি ছবিটি তৈরির কথা ....', মাঝপথেই তাঁকে থামিয়ে ফুট কাটেন আরশাদ, 'আমার জলি এলএলবি।' তাঁকে থামিয়ে অক্ষয় ফের বলে ওঠেন, 'আমার জলি এলএলবি।' এরপর হাসতে হাসতে 'খিলাড়ি'কে জড়িয়েও ধরেন আরশাদ।

পাশাপাশি 'বচ্চন পাণ্ডে' আরও জানান, এই খবরটি পুরোপুরি গুজব বৈ আর কিছুই নয়। 'জলি এলএলবি ২'-তে কাজ করার আগে তিনি নিজে আরশাদের সঙ্গে কথা বলেছিলেন, এ কথাও জানিয়েছেন অক্ষয়। তাঁর কথায়, 'পুরোপুরি ভিত্তিহীন খবর ছিল সেসব। কোনও মাথামুন্ডু নেই। প্রায় সবাই ধরে রেখেছিল যেহেতু ওই সিরিজের প্রথম ছবিটি আরশাদ করেছে এবং দ্বিতীয় ছবিটি আমি, তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়া যাবে। লোকজন ভেবেও নিয়েছিল সত্যিই হয়তো আমাদের মধ্যে মনোমালিন্য রয়েছে। অথচ সেসব কিছুই কোনওদিনও হয়নি।'