২০২২ সালের তৃতীয় ছবি মুক্তির অপেক্ষায় অভিনেতা অক্ষয় কুমার। বলিউডের খিলাড়ি কুমারকে শীঘ্রই ‘রক্ষা বন্ধন’ ছবিতে দেখা যাবে। ছবি মুক্তির আগেই চুটিয়ে প্রোমোশন করছেন অভিনেতা। দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছবির প্রোমোশনে ছুটে বেড়াচ্ছেন তিনি।
ছবির প্রোমোশনে কলকাতায় এসেছেন অক্ষয় কুমার। সহ-অভিনেত্রী সাদিয়া খতিব, স্মৃতি শ্রীকান্ত, দীপিকা খান্না এবং সহজমিন কৌরের সঙ্গে লখনউ এবং দিল্লিতে যাবেন। কালো টি-শার্ট এবং কালো প্যান্টের সঙ্গে ডেনিম জ্যাকেটে ধরা দেন অভিনেতা। ব্যক্তিগত বিমানেক সামনে দাঁড়িয়ে পোজ দেন তিনি।
আরও পড়ুন: ছেলে আভ্যানের মুখে প্রথমবার ‘মা’ ডাক শুনলেন দিয়া! আনন্দে আত্মহারা নায়িকা দেখুন
ছবির ক্যাপশনে অক্ষয় লেখেন, ‘রক্ষা বন্ধন টিম প্রথমে কলকাতা, এরপর লখনউ হয়ে দিল্লি যাবে। সত্যি বলতে ফিল্ম মেকিং একটা কেকওয়াক। কিন্তু…' এর পরেই এমন একটি কথা লিখেছেন সুপারস্টার, যাতে অবাক সবাই। সহ অভিনেতাদের এই পোস্টে ট্যাগ করেছেন অক্ষয়।
কী লিখেছেন তিনি? তাঁর কথায়, ছবি বানানো তো সহজ, ‘প্রোমোশন বাচ্চে কি জান লে লেতে হ্যায়’ (প্রচারই হল সবচেয়ে কঠিন কাজ)।
সম্প্রতি, অক্ষয় কুমার এবং আনন্দ এল রাইয়ের রক্ষা বন্ধন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে U/A সার্টিফিকেট পেয়েছে। আনন্দ এইচটি-কে বলেন, ‘আমার কাছে এটা একটা ব্যক্তিগত জয়। আমি একটি পরিচ্ছন্ন পারিবারিক বিনোদন তৈরি করতে নেমেছি। আমি যখন তনু ওয়েডস মনু (২০১১) এবং তনু ওয়েডস মনু রিটার্নস (২০১৫) তৈরি করছিলাম তখনও অবশ্যই এই চিন্তাভাবনা রেখেছিলাম। কিন্তু আমি তাদের জন্য একটি U/A সার্টিফিকেট পেয়েছি। এটি খুব কমই পার্থক্য তৈরি করে, তবে এটি আমার জন্য নৈতিক জয়।’
আরও পড়ুন: ‘অনেক শিখেছি তার থেকেও বেশি পেয়েছি’,২৫ বছরের বিবাহবার্ষিকীতে আবেগপ্রবণ অপরাজিতা
'রক্ষা বন্ধন' ছবিতে পণপ্রথার মতো বিষয় উঠে আসবে। ছবির ট্রেলার লঞ্চের সময় অক্ষয় বলেছিলেন, 'ফিল্ম করার সময় আমি শুধু সমস্যার কথা বলি না। সমাধান খুঁজি। 'টয়লেট: এক প্রেম কথা', 'প্যাডম্যান' এবং আরও অনেক কিছুতে সমাধান রয়েছে। তেমনি পণের (যৌতুক) সমাধান রয়েছে এই ছবিতে (রক্ষা বন্ধন)। আমাদের এবং আমাদের সমাজের কি করা উচিত তার উত্তর আছে। সমস্যার সমাধান দেবে ছবিটি।'
আনন্দ এল রাই পরিচালিত, 'রক্ষা বন্ধন' আগামী ১১ অগস্ট সিনেমা হলে মুক্তি পাবে। এর পাশাপাশি অক্ষয়ের আসন্ন প্রোজেক্ট 'সেলফি', 'রাম সেতু', ‘মিশন সিনড্রেলা’, ‘ওএমজি ২’ এবং ‘বড়ে মিয়া ছোট মিয়া’ মতো ছবি।