বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay Kumar: নিজের হাতে দিওয়ালির আরতি করছেন অক্ষয়, তবে চোখ টানছে অফিসের অন্দরসজ্জা!

Akshay Kumar: নিজের হাতে দিওয়ালির আরতি করছেন অক্ষয়, তবে চোখ টানছে অফিসের অন্দরসজ্জা!

দিওয়ালির পুজোয় ব্যস্ত অক্ষয় কুমার। 

দিওয়ালিতে সকাল সকাল অফিসে পুজো করলেন অক্ষয় কুমার। সেই ছবি শেয়ার করে সকলকে শুভেচ্ছাও জানালেন খিলাড়ি কুমার। 

দিওয়ালির শুরুটা অক্ষয় কুমার করলেন পুজো করে। প্রতি বছর এদিনটায় অফিসে পুজো করেন তিনি। এবারেও তাঁর অন্যথা হল না। সেই ভিডিয়ো শেয়ার করে নিজের অনুরাগীদের শুভেচ্ছাও জানালেন। নিজের হাতে এদিন আরতি করেন অক্ষয়।

ভিডিয়োতে দেখা যাচ্ছে মেরুন রঙের কুর্তা পরে আছেন অক্ষয়। মন দিয়ে করছেন আরতি। চারপাশে ভিড় করে আছে অফিসের কর্মীরা। ক্যামেরা যছন অফিসের চারদিকে ঘোরে দেখা যায় দেওয়ালে লাগানো রয়েছে খিলাড়ি কুমারের সিনেমার নানা পোস্টার। ভিডিয়ো শেয়ার করে অভিনেতা লিখলেন, ‘লাইট, কালারস আর তার থেকেও বেশি যেটা মন টানে তা হল মনকাড়া হাসি। বছরের সবথেকে প্রিয় দিন আমার কাছে। আপনাকে ও আপনার পরিবারকে দিওয়ালির শুভেচ্ছা আমার ও আমার পরিবারের তরফ থেকে।’

এবারে বলিউডের একাধিক দিওয়ালি পার্টিতে অংশ নিয়েছেন অক্ষয় কুমার। স্ত্রী টুইঙ্কলকে নিয়ে গিয়েছিলেন ডিজাইনার আবু জানির পার্টিতে শনিবার। তার আগে শুক্রবার গিয়েছিলেন প্রযোজক আনন্দ পণ্ডিতের প্রি-দিওয়ালি পার্টিতে।

ধনতেরাসের দিন অর্থাৎ রবিবার টুইঙ্কল ছবি শেয়ার করেছিলেন অক্ষয়ের সঙ্গে। যেখানে অভিনেত্রী থেকে লেখিকা হওয়া এই তারকার দেখা মিলল লাল শাড়িতে, আর অক্ষয় পরেছিলেন বেইজ রঙের কুর্তা। দেখা গিয়েছিল বরের দিতে তাকিয়ে খুব হাসছেন তিনি, অক্ষয়ের চোখ যদিও ক্যামেরাতেই। ক্যাপশনে লিখেছিলেন, ‘বছরের সব থেকে খুশির দিন। আর পরিবারের সঙ্গে উৎসব কাটানোর মজাই আলাদা।’

২৫ অক্টোবর অর্থাৎ আগামীকাল মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘রাম সেতু’। এই নিয়ে এটা ২০২২ সালে তাঁর পাঁচ নম্বর ছবি। কথিত আছে, সীতাকে উদ্ধারের জন্য তারপর রাম নামে নির্মাণ হয়েছিল এই সেতু। ভগবান রাম এই সেতু পেরিয়ে লঙ্কায় গিয়ে রাবণের শৃঙ্খল থেকে সীতাকে উদ্ধার করে এনছিলেন। আর রামায়নের এই গল্প থেকে উদ্বুদ্ধ হয়েই তৈরি হয়েছে রাম সেতু। ছবিতে খিলাড়ি কুমারের সঙ্গে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডিজ, নুসরত ভারুচা, সত্য দেব।

 

বন্ধ করুন