অক্ষয় কুমার তাঁর রোমাঞ্চকর স্টান্ট এবং বহুমুখী অভিনয়ের ক্যারিশ্মায় হয়ে উঠেছেন সবার খিলাড়ি। তাঁর করা বহু ছবি দর্শকদের মনের মণিকোঠায় স্বযত্নে তোলা আছে। তাঁর এই সব কাজগুলির মধ্যে অন্যতম হল ২০০৭ সালের মুক্তি প্রাপ্ত হরর কমেডি ‘ভুল ভুলাইয়া’। এই ছবিটি দর্শকদের এতটাই পছন্দ হয়েছিল যে পরবর্তীকালে এর আরও দুটি স্যিকুয়াল এসেছে। তবে এই ছবিগুলিতে দেখা মেলেনি অক্ষয়ের। তাঁর পরিবর্তে নজর কেড়েছিলেন কার্তিক আরিয়ান। তবে দুই সিক্যুয়ালে অক্ষয়ের অনুপস্থিতি অনেক ভক্তকে হতাশ করেছিল। কেন আর ‘ভুল ভুলাইয়া’-এ তাঁকে দেখা গেল না তাঁকে? সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা।
এক অনুষ্ঠানে নায়কের এক গুণমুগ্ধ ভক্ত জানিয়েছেন যে, অক্ষয় ‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’-এ না থাকার কারণে তিনি নাকি এই দুটি ছবি দেখেননি। এই কথা শুনে অক্ষয় অকপটে বলেন, ‘বেটা, মুঝে নিকাল দিয়া থা। (আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল)।’
আরও পড়ুন: প্রকাশ্যে সোনালির অন্তর্বাস পরা মিরর সেলফি ! 'হট লাগছে…', ছবি দেখে পাগল ভক্তরা
‘ভুল ভুলাইয়া’ নিয়ে আলোচনা করার পাশাপাশি, অক্ষয় তাঁর বহুল প্রত্যাশিত ছবি, ‘হেরা ফেরি ৩’- এরও একটি আপডেট শেয়ার করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন আমি ‘হেরা ফেরি ৩’ শুরুর অপেক্ষা করছি। আমি সঠিক জানি না, তবে সবকিছু ঠিকঠাক থাকলে, এই ছবির কাজ এ বছরই শুরু হবে এই বছর।' অভিনেতা ছবিতে তাঁর চরিত্র নিয়ে বলেছেন, ‘যখন আমরা ‘হেরা ফেরি করি’, তখন আমরা জানতাম না যে এটা দর্শকদের এতটা পছন্দ হবে। এমনকি যখন আমি ছবিটা দেখেছিলাম, তখনও আমি বুঝতে পারিনি। হ্যাঁ, ছবিটা খুবই মজার ছিল। কিন্তু আমরা কেউই ‘বাবু ভাইয়া’, ‘রাজু’ এবং ‘শ্যাম’-এর চরিত্রগুলো দর্শকের মনে এতটা জায়গা করে নেবে তা আশা করিনি।’
আরও পড়ুন: ‘পুরুষের সাফল্যকে অতিক্রম…’, দেবের সঙ্গে রুক্মিণীর বিচ্ছেদ কি সম্ভব? মুখ খুললেন নায়িকা
অক্ষয় তাঁর সহ অভিনেতা পরেশ রাওয়ালেরও প্রশংসা করেছেন, তিনি বাস্তব জীবনেও যে একজন সত্যিকার মজার ব্যক্তি তা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা কিছুদিন আগেই জয়পুরে 'ভূত বাংলো'র জন্য শ্যুটিং করছিলাম। তখন আমি আর তিনি অনেক মজা করেছি। 'হেরা ফেরি'র সময়ও আমরা খুব মজা করেছি। কিন্তু কী ধরনের মজা তার সবটা ক্যামেরার সামনে বলা যাবে না।'