অক্ষয় কুমার বর্তমানে তার আসন্ন ছবি 'খেল খেল মে'- এর প্রচারে ব্যস্ত রয়েছেন। ছবিটি ১৫ অগস্ট মুক্তি পেতে চলেছে৷ তাছাড়াও সুপারস্টারের হাতে ২০২৫ সালের ৩টি ফ্র্যাঞ্চাইজি ছবি রয়েছে। এগুলি হল 'জলি এলএলবি ৩', 'ওয়েলকাম ৩' এবং 'হাউসফুল ৫'।
অক্ষয় কুমার সম্প্রতি জানান কীভাবে তিনি ছবি বেছে নেন। তারপর কেন তিনি ফ্র্যাঞ্চাইজি ছবিতে তিনি একের পর এক কাজ করছেন সেই বিষয়েও নানা কথা শেয়ার করে নেন।
আরও পড়ুন: হিন্দি ‘সা রে গা মা পা’-এর নতুন সিজনে বিরাট চকম! কী কী থাকছে রইল তালিকা
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানান যে দর্শকরা বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ফিল্মই বেশি দেখতে পছন্দ করেন। তাই তিনি সেগুলোও বেশি করে করছেন। পাশাপাশি অভিনেতা আরও বলেন যে তিনি দর্শকরা বর্তমান সময়ে কী ধরণের কাজ দেখতে পছন্দ করতেন তা বোঝার চেষ্টা করছেন, সঙ্গে নিজের কাজের ক্ষেত্রেও দর্শকদের ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন। অক্ষয়ের মতে, তিনি বরাবরই দর্শকদের কথা মাথায় রেখে কাজ করেন, বা তাঁরা যে ভাবে তাঁকে দেখতে পছন্দ করেন, সে বিষয়টা মাথায় রেখে 'বিভিন্ন ধরনের সিনেমা' করার চেষ্টা করেন। কিন্তু তাঁর মানে এই নয় যে তিনি ভিন্ন ধরনের চরিত্র করা ছেড়ে দেবেন। কারণ কখনও কখনও তিনি মনে করেন যে তিনি যা চান তা সেটাও দর্শকদের দিতে হবে।
আরও পড়ুন: ১৫ কেজি ওজন কীভাবে কমিয়েছেন মোনা সিং! নিজের মুখেই অভিনেত্রী ফাঁস করলেন সিক্রেট
অক্ষয় কুমার আরও জানান যে তিনি কখনই এটা মাথায় নিয়ে কাজ করেন না যে ছবিটি সফল হবে কি না। তার একমাত্র উদ্বেগের জায়গা হল দর্শকরা ছবিটি গ্রহণ করবেন কি না।
তিনি কীভাবে তার সিনেমা বেছে নেন তা ব্যাখ্যা করে অক্ষয় বলেন, 'আমি আগে বোঝার চেষ্টা করি আমার দর্শক এটা গ্রহণ করবেন কিনা। 'খেল খেল মে' একটি কমেডি ছবি। মুদাসসার আজিজ পরিচালিত এই ছবিটি দীর্ঘদিনের বন্ধুদের একটি গ্রুপকে কেন্দ্র করে আবর্তিত হবে। যারা রাতে ডিনারের জন্য একত্রিত হন এবং সেখানেই একটি খেলার খেলবে বলে সিদ্ধান্ত নেয়। কী সেই খেলা তা জানার জন্য ১৫ অগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। অক্ষয় কুমার অভিনীত, ছবিতে অভিনয় করেছেন অ্যামি ভির্ক, তাপসী পান্নু, বাণী কাপুর, ফারদিন খান, আদিত্য সিল এবং প্রজ্ঞা জয়সওয়াল।