অক্ষয় কুমার একটি পুরানো সাক্ষাত্কারে বলেছিলেন, তিনি প্রয়াত অভিনেতা রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কেল খান্নাকে বিয়ে করার কথা কখনও কল্পনাও করেননি। ২০০১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অক্ষয়-টুইঙ্কেল। ২০০২ সালে তাঁদের বড় ছেলে আরভের জন্ম হয়। ২০১২ সালে দম্পতির কোল আলো করে আসে মেয়ে নিতারা।
রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কেল। মুম্বইতেই বড় হয়েছেন তিনি। দিল্লির চাঁদনি চকে জন্মগ্রহণ করেছিলেন অক্ষয়। অনেকটা লড়াই করেই মূলত মুম্বই ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। মার্শাল আর্টে পটু তিনি। একটা সময় শেফের কাজ করেছেন। ফিল্মফেয়ার ম্যাগাজিনের এক শ্যুটিংয়ে প্রথম পরিচয় হয় তাঁদের। প্রথম পরিচয়ের পরই টুইঙ্কেলের প্রেমে পড়েন অক্ষয়। এরপরই বিয়ে করেন তাঁরা। আরও পড়ুন: ফের শ্রীলেখা-শিলাজিতের যুগলবন্দি, প্রকাশ্যে ‘ভূতে বিশ্বাস করেন?’-এর ট্রেলার
এক পুরনো সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, ‘আমি যা অনুভব করি তা আমি নিজের কেরিয়ার থেকে অর্জন করেছি। আমার প্রত্যাশার চেয়ে বেশি। যদি বলি অন্য পেশা বেছে নিলে আমি আরও বড় কিছু হয়ে যেতাম, তাহলে সেটা ভুল হবে। এই পেশায় আসার কথা কখনও ভাবিনি। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এই ইন্ডাস্ট্রিতে এসেছি, ৩০০টিরও বেশি ছবি করেছি এবং আমি এখনও এই ইন্ডাস্ট্রিতে আছি।’ আরও পড়ুন: ৩ বাচ্চাকে রেস্তোরাঁয় প্লেট ভাঙতে বলল ফারহা!‘পরিস্কার কে করবে?’ প্রশ্ন নেটিজেনের
তিনি আরও যোগ করেন, ‘আমার জীবনে এমন অনেক কিছুই ঘটেছে যেগুলি আমি কখনও স্বপ্নেও ভাবিনি। জীবনে কোনও দিনও ভাবিনি আমি রাজেশ খান্নার মেয়েকে বিয়ে করব। সত্যিই কোনও দিনও ভাবিনি। একসময় ওঁনার অফিসে যেতাম ছবি হাতে নিয়ে কাজের জন্য। তিনি আমাকে বার বার পরে আসার কথা বলতেন।’ আরও পড়ুন: Nora Fatehi: ফাল্গুনী শেন পিকক কালেকশনের স্কার্ট-টপে নোরা, উষ্ণতার পারদ চড়াচ্ছেন নেটদুনিয়ায়
অক্ষয়কে শেষ দেখা গিয়েছিল 'রক্ষা বন্ধনে', ১১ অগস্টে মুক্তি পেয়েছিল সেই ছবি। ছবিতে আরও অভিনয় করেছেন অভিনেত্রী ভূমি পেদনেকার। ‘সেলফি’ আগামী বছর মুক্তি পাবে।