Akshay Kumar: 'অর্থের জন্য সব ধরনের কাজ করতে পারি', আচমকা কেন এমন মন্তব্য অক্ষয়ের
1 মিনিটে পড়ুন . Updated: 28 Jul 2022, 10:03 PM IST- বিনোদন জগতে সবচেয়ে বেশি টাকা কর দিয়েছেন অভিনেতা। আয়কর দফতর তাই তাঁকে বিশেষ সম্মানফলক এবং একটি শংসাপত্রও পাঠিয়েছে।
বলিউডের তিন খান একটি ছবি করতে যতটা সময় নেন, সেই সময়ে তিনটি ছবির শ্যুট সেরে ফেলেন তিনি। অক্ষয় কুমারকে নিয়ে এ ধরনের কথা ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরেই প্রচলিত। অভিনেতা নিজেও নির্দ্বিধায় তা স্বীকার করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আরও একবার এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করলেন অক্ষয়। তিনি বললেন, 'লোকে আমাকে জিজ্ঞাসা করে, বছরে আমি এতগুলো ছবি করি কেন। আমি তিনটি জিনিস বুঝি- কাজ, উপার্জন আর কর্ম। অর্থ উপার্জনের জন্য আমি খুব পরিশ্রম করি। কোনও কাজকেই আমি না বলি না। যেমনই চরিত্র হোক, অনুষ্ঠান হোক বা বিজ্ঞাপন, আমি তা করি। সেই কাজগুলি করে আমি অর্থ পাই। আর সেই অর্থ দিয়ে ভালো কাজ করার চেষ্টা করি।'
যেমন কথা, তেমন কাজ। অক্ষয়ের টুপিতে নতুন পালক। বিনোদন জগতে সবচেয়ে বেশি টাকা কর দিয়েছেন অভিনেতা। আয়কর দফতর তাই তাঁকে বিশেষ সম্মানফলক এবং একটি শংসাপত্রও পাঠিয়েছে। এ ছাড়াও সমাজের উন্নতি সাধনের জন্যও নানা কাজ করে থাকেন অক্ষয়।
আগস্টে মুক্তি পাবে অক্ষয়ের নতুন ছবি 'রক্ষা বন্ধন'। এ ছাড়াও তাঁর হাতে একগুচ্ছ ছবি। ইমরান হাশমির সঙ্গে 'সেলফি'তে দেখা যাবে তাঁকে। সুরিয়া অভিনীত 'সুররাই পোট্রু'-র হিন্দির পুনর্নির্মাণেও অভিনয় করবেন তিনি। প্রসঙ্গত, এই ছবির জন্য দিন কয়েক আগে জাতীয় পুরস্কার পেয়েছেন সুরিয়া। তাঁকে অভিনন্দন জানিয়ে অক্ষয় লেখেন, 'জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'সুরারাই পোট্রু'কে সর্বোচ্চ সম্মানগুলি পেতে দেখে মনে হচ্ছে চাঁদে আছি। আমার ভাই সুরিয়াকে আন্তরিক শুভেচ্ছা।'
অক্ষয়ের শেষ দু'টি ছবি দর্শকের মন জয়ে ব্যর্থ। বক্স অফিসে ঝড় তুলতে ফের প্রস্তুত 'খিলাড়ি'।