রবিবার মাদার্স ডে উপলক্ষে তারকারা মায়েদের সঙ্গে ছবি শেযার করেছএন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে মায়ের জন্য মন ছুঁয়ে যাওয়া বার্তা। তবে কারও কারও মাদার্স ডে কেটেছে একরাশ মনখারাপের সঙ্গে। কারণ, কারও যেমন এই দিনটা মায়ের সঙ্গে কাটানোর সৌভাগ্য হয়েছে, তেমনই কেউ বা মায়ের স্মৃতিতে ভর করেই দিনটা কাটিয়েছেন। সেই তালিকায় আছেন অক্ষয় কুমারও। গত বছর মাকে হারান তিনি। মা অরুণা ভাটিয়াকে ছাড়া এটাই অভিনেতার জীবনের প্রথম মাদার্স ডে।
অক্ষয় রবিবার মায়ের সঙ্গে একটা ছবি দিয়েছিলেন। সঙ্গে লিখেছিলেন, মাকে মনে পড়েনি এমন একটা দিন তাঁর এই ক'দিনে আসেনি। তবে মাদার্স ডে-র দিন সবাইকে মায়ের সঙ্গে ছবি দিতে দেখে যেন মা-কে আরও বেশি মিস করছেন। আরও পড়ুন: অক্ষয়ের কী আছে, যা খানদের নেই! টুইঙ্কল খান্নার ডবল মিনিং কথা শুনে মুখ হাঁ করণের
গত বছর সেপ্টেম্বর মাসে প্রয়াত হন অক্ষয় কুমারের মা অরুণা। মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালের আইসিউতে ছিলেন তিনি শেষ কয়েকদিন। মায়ের চলে যাওয়ার খবর দিয়ে অক্ষয় সেই সময় টুইটারে লিখেছিলেন, ‘তিনি আমার সবকিছু ছিলেন। এবং আজ আমার অস্তিত্বের গভীরে আমি এক নিদারুণ ব্যথা অনুভব করছি। আমার মা, শ্রীমতি অরুণা ভাটিয়া আজ সকালে ইহলোক ত্যাগ করেছেন এবং পরলোকে আমার বাবার সঙ্গে পুনরায় মিলিত হলেন। এই কঠিন পরিস্থিতিতে আপনাদের সকলের প্রার্থনাকে আমি সম্মান জানাই। ওম শান্তি।’
অক্ষয় কুমারের মা-বাবা থাকতেন অমৃতসরে, যেখানে জন্ম হয় অভিনেতার। এরপর তাঁরা দিল্লি চলে আসেন। অক্ষয়ের ছোটবেলা কেটেছে তাই চাঁদনী চকে। এরপর অভিনেতার বোন হওয়ার পর গোটা পরিবার চলে আসে মুম্বইতে।