বাংলা নিউজ > বায়োস্কোপ > 'রাম সেতু'-র শ্যুটিং শেষ, 'বানর সেনা'দের সঙ্গে ছবি মুক্তির তারিখ ঘোষণা অক্ষয়ের

'রাম সেতু'-র শ্যুটিং শেষ, 'বানর সেনা'দের সঙ্গে ছবি মুক্তির তারিখ ঘোষণা অক্ষয়ের

অক্ষয় কুমার। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)

দর্শকদের মধ্যে প্রতীক্ষা বাড়ছে অক্ষয় কুমারের আগামী ছবি 'রাম সেতু' নিয়ে। সোমবার এই ছবির শ্যুটিং শেষ করলেন খিলাড়ি।

দর্শকদের মধ্যে প্রতীক্ষা বাড়ছে অক্ষয় কুমারের আগামী ছবি 'রাম সেতু' নিয়ে। সোমবার এই ছবির শ্যুটিং শেষ করলেন খিলাড়ি। একটি ভিডিয়ো পোস্ট করে সেই ঘোষণা সারলেন অক্ষয় স্বয়ং। ভিডিয়োতে নিজের 'বানর সেনা'র ঝলকও তাঁর ফলোয়ার্সদের দেখাতে ভোলেননি তিনি।

সেই ভিডিয়োতে অক্ষয়ের কাঁচাপাকা দাড়ি, অবিন্যস্ত বড় চুল এবং চশমা আঁটা চোখ দেখেই স্পষ্ট এই ছবিতে নিজের অভিনীত লুকটি তখনও ছাড়েননি তিনি। ছবির সহ-অভিনেত্রী জ্যাকলিন এবং অন্যান্য কলাকুশলীদের শ্যুটিং 'র‍্যাপ আপ' উপলক্ষে হইচই করে কেক কাটতেও দেখা গেল। মজা করে 'রাম সেতু' ছবির কলাকুশলীদের নিজের 'বানর সেনা' বলেও উল্লেখ করেছেন খিলাড়ি। ছবির ক্যাপশনে বলি-তারকা নিজে জানিয়েছেন এই ছবিতে কাজ করতে গিয়ে অনেককিছু নতুন জিনিস শিখতে পেরেছেন তিনি। ফলে কখনও কখনও তাঁর এমনও মনে হয়েছে, তিনি হয়ত ফের নিজের স্কুল জীবনে ফিরে গিয়েছেন। সবশেষে দর্শকের উদ্দেশে তাঁর বার্তা ' চলতি বছরের দিওয়ালিতে দেখা হচ্ছে তবে।আমাদের এই কাজকে সবাই একটু ভালোবাসবেন। সবাই মিলে প্রচণ্ড পরিশ্রম করেছি।'

২০২০ সালের দিওয়ালিতে ‘রাম সেতু’র ঘোষণা সেরেছিলেন অক্ষয় কুমার। ‘রাম সেতু’র পরিচালনায় রয়েছেন অভিষেক শর্মা। রাম সেতু মিথ নাকি বাস্তব সেটাই এই ছবিতে খোঁজার চেষ্টা করবেন আক্কি। ছবিতে অক্ষয়ের নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচা।

 ২০২১-এর ১৮ মার্চ অযোধ্যায় অনুষ্ঠিত হয়েছে ছবির মহরত। অক্ষয়ের চরিত্র সম্পর্কে পরিচালক অভিষেক শর্মা, হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘অক্ষয় স্যার এই ছবিতে একজন আর্কিওলজিস্ট, এবং দেশে-বিদেশের নানান আর্কিওলজিস্টের লুকের দ্বারাই অনুপ্রাণিত হয়ে আমরা তাঁর লুক এবং চরিত্রটি গড়ে তুলেছি। এইটুকু বলতে পারি অক্ষয় স্যারের ফ্যানেরা ওঁনাকে একদম নতুন অবতারে পাবেন’।

 

বন্ধ করুন