‘ভুলভুলাইয়া’ সিনেমায় অক্ষয় কুমারের অসাধারণ অভিনয় একেবারেই ভুলে যাওয়ার নয়। ‘ভুলভুলাইয়া টু’ এবং ‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমায় কার্তিক আরিয়ানের অভিনয় যেমন প্রশংসিত হয়েছে তেমন অন্যদিকে অনেকেই বলেছেন অক্ষয় কুমারের ধারে কাছেও যেতে পারেননি কার্তিক। এবার আরও একটি হরর কমেডি সিনেমা নিয়ে চলে এলেন অক্ষয় কুমার।
প্রিয়দর্শন পরিচালিত হরর কমেডি সিনেমা ‘ভূত বাংলা’ মুক্তি পাবে ২০২৬ সালের ২ এপ্রিল। সিনেমার শুটিং যে শুরু হয়ে গেছে, সেটা বলতে ভোলেননি অক্ষয়। সিনেমা নিয়ে এই আপডেট নিজের অফিশিয়াল X হ্যান্ডেলে পোস্ট করেছেন অক্ষয়।
আরও পড়ুন: ছোটবেলায় প্রয়াত মা, তিনিই আগলে রাখেন ২ মেয়েকে! দিদি নম্বর ১-এ এসে কী অভিযোগ ‘স্রোত’ স্বপ্নীলার বাবার
অক্ষয় যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, একটি বিরাট বড় বাংলোর সামনে পাঁচিলের ওপর বসে রয়েছেন অক্ষয়। অক্ষয়ের হাতে রয়েছে একটি লন্ঠন। অক্ষয়ের পরনে রয়েছে একটি সাদা রঙের পোশাক, সাদা রঙের মোজা, কালো রঙের কোট এবং লাল রঙের টাই। পোস্টারে সিনেমার নাম এবং সিনেমা মুক্তির তারিখ লেখা রয়েছে বড় বড় করে।
সিনেমার পোস্টার শেয়ার করে অক্ষয় লিখেছেন, আজকে আমাদের হরর কমেডি #Bhoot Bangla -এর শুটিং শুরু হয়ে গেল। প্রিয়দর্শনের সঙ্গে ফের আরও একবার কাজ করতে পেরে খুব আনন্দ হচ্ছে। এই সিনেমা ভয় এবং হাসির ডবল ডোজ হতে চলেছে। এখন থেকে রেডি থাকুন। ২০২৬ সালের ২ এপ্রিল আসতে চলেছি আমরা, শুভেচ্ছা জানাবেন।
প্রায় ১৪ বছর পর একসঙ্গে কাজ করবেন অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন। ২০১০ সালে ‘খাট্টা মিঠা’ সিনেমায় শেষ কাজ করেছিলেন অক্ষয় এবং প্রিয়দর্শন। অক্ষয় এবং প্রিয়দর্শনের জুটি কাজ করেছে হেরাফেরি, গরম মসলা, ভুলভুলাইয়া, ভাগম ভাগ সিনেমায়। ভূত বাংলা সিনেমাটি অক্ষয় কুমারের প্রোডাকশন হাউজের সঙ্গে মিলিতভাবে শোভা কাপুর এবং একতা কাপুর প্রযোজনা করছেন। সহ প্রযোজনা করছেন ফারা শেখ এবং বেদান্ত বালি। চিত্রনাট্য লিখেছেন রোহন শঙ্কর অভিলাষ নায়ার এবং স্বয়ং প্রিয়দর্শন।
প্রসঙ্গত, ‘ভূত বাংলা’- র প্রথম যে পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল সেখানে দেখা যায় একটি বিশাল বড় বাংলোর সামনে দাঁড়িয়ে রয়েছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমারের হাতে রয়েছে একটি দুধের বাটি, যেটা তিনি জিভ দিয়ে চাটার চেষ্টা করছেন। অক্ষয়ের পিঠে রয়েছে একটি কালো বিড়াল।
আরও পড়ুন: সিংঘম এগেনের সঙ্গে সংঘর্ষে ক্ষতি হয়েছে উভয়ের, দাবি ভুল ভুলাইয়া ৩-র পরিচালক আনিস বাজমির
আরও পড়ুন: জগন্নাথ মন্দিরে বিয়ে আদিত্য-পূর্বাশার, আইবুড়ো ভাত টু অধিবাস, রইল প্রাক-বিয়ের ছবি
উল্লেখ্য, ‘ভূত বাংলা’ সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করবেন গোবর্ধন আরশানি, ওয়ামিকা গাব্বি, রাজপাল যাদব, পরেশ রাওয়াল। কাস্টিং দেখে বেশ ভালই বোঝা যাচ্ছে যে কতটা কমেডি থাকতে চলেছে এই সিনেমায়। তবে এখনও প্রায় দেড় বছর অপেক্ষা করতে হবে, প্রিয়দর্শন পরিচালিত ভূত বাংলা দেখার জন্য।