অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্না বলিউডের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি দম্পতি। যাঁরা কিনা একে অপরের পরিপূরক। কিন্তু তাঁদের সম্পর্কও পরীক্ষার মুখোমুখি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের 'খিলাড়ি' টুইঙ্কলকে বিয়ে করার আগে কীভাবে তাঁর ২-৩টে ব্রেকআপ হয়, সেই নিয়ে কথা বলেন। আক্কি জানিয়েছেম তিনি তখন কীভাবে নিজেকে কীভাবে সামলেছিলেন?
সোশ্যাল ইনফ্লুয়েন্সার রণবীর এলাহাবাদিয়ার দ্য রণবীর শো পডকাস্টে টাইগার শ্রফের সঙ্গে নিজের ছবি ' বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ'-এর প্রচারের জন্য উপস্থিত হয়েছিলেন অক্ষয়। সেখানেই, তিনি তাঁর অতীত নিয়ে কথা বলেছেন। অক্ষয় বলেন, টুইঙ্কল খান্নার সঙ্গে ডেটিং শুরু করার আগে তিনি বেশ কয়েকবার ব্রেকআপের মধ্য দিয়ে গিয়েছেন। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যেও পরামর্শ দেন যে ব্রেকআপ হলে কীভাবে নিজেকে সামলাবেন।
আরও পড়ুন: (রাধিকার নতুন প্রি-ওয়েডিং সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় আনল 'নটিক্যাল' ভাইব)
তিনি বলেন, ‘মেরে সাথ যব ব্রেক-আপ হুয়া থা, ২-৩ বার হুয়া হ্যায় (যখন আমার ব্রেকআপ হয়েছিল, প্রায় ২-৩বার হয়), আমি তখন আরও বেশি করে কষ্ট রাগ সামলানোর অনুশীলন করতাম। রাগ-কষ্ট সবই শরীর থেকে বের করতে হবে। যেহেতু এই সময় অনেক রাগ তৈরি হয় তাই সেই রাগকে নিজেকেই শরীর থেকে, মন থেকে দূর করতে হবে।’
টুইঙ্কলের সঙ্গে তাঁর বিয়ের আগে, অক্ষয় অভিনেত্রী শিল্পা শেঠি, রবিনা ট্যান্ডন এবং পূজা বাত্রার সঙ্গে সম্পর্কে ছিলেন বলে জানা যায়। রবিনার সঙ্গে ১৯৯০ সালের শেষের দিকে বাগদান সারলেও সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর তিনি ২০০১ সালে টুইঙ্কল খান্নার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে, আরভ এবং নিতারা।
আরও পড়ুন: (ছুটির রেশ এখনও কাটেনি, এবার বিকিনির ছবি শেয়ার করলেন তৃপ্তি, নিমেষেই হলেন ভাইরাল)
কেরিয়ারের দিক দিয়ে সম্প্রতি টাইগার শ্রফের সঙ্গে ‘বড়ে মিয়াঁ ছোট মিয়াঁতে দেখা গিয়েছে’। ছবিটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। ছবিতে আরও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা ও মানুশি চিল্লার। এছাড়াও অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘সরফিরা’-এর ট্রেলার মুক্তি পেয়েছে যা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। অক্ষয় কুমারের এই ছবিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাধিকা মদন এবং পরেশ রাওয়াল। এই ছবিতে দক্ষিণের এক সুপারস্টারকেও দেখা যাবে। ‘সরফিরা’ দক্ষিণের অন্যতম সুপারস্টার অভিনেতা সুর্যের তামিল ছবি ‘সুরারাই পোত্রু’-এর হিন্দি রিমেক। এতে তাঁর একটি ক্যামিও চরিত্রও রয়েছে।