বাংলা নিউজ > বায়োস্কোপ > Ram Setu Teaser: অক্ষয়ের ‘রাম সেতু’ মুক্তি পাবে এই বিশেষ দিনে, এল ছবির প্রথম ঝলক

Ram Setu Teaser: অক্ষয়ের ‘রাম সেতু’ মুক্তি পাবে এই বিশেষ দিনে, এল ছবির প্রথম ঝলক

প্রকাশ্যে অক্ষয়ের রাম সেতুর টিজার।

নবরাত্রির প্রথম দিনে রাম সেতুর টিজার শেয়ার করলেন অক্ষয় কুমার। এটা চলতি বছরে তঁর পঞ্চম ছবি। রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ আর নুসরত বরুচা। 

এই নিয়ে চলতি বছরের পাঁচ নম্বর ছবি মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের। নবরাত্রির প্রথম দিনে পরের ছবি ‘রাম সেতু’র পোস্টার শেয়ার করে নিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। যদিও এই বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ফ্লপ করেছে। তবে তিনি যে আশা ছাড়েননি সেটা তো বোঝাই যাচ্ছে।

গত মাসে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের ‘কাঠপুতলি’। অ্যাকশন থ্রিলার ধর্মী সেই ছবিখানা বেশ মনে ধরেছিল দর্শকদের। এমনকী ‘মোস্ট ভিউড সিনেমা’-র তালিকাতেও নাম উঠেছিল। ইনস্টাগ্রামে ‘রাম সেতু’র পোস্টার আর মুক্তির তারিখ ঘোষণা করলেন অক্ষয় কুমার। ছবি মুক্তি পাচ্ছে দিওয়ালিতে, ২৫ অক্টোবর।

ছহির টিজারও এল সোমবারই। যেখানে দেখা গেল রাম সেতু বাঁচাতে ফের অ্যাকশন মুডে অক্ষয়। কথিত আছে, সীতাকে উদ্ধারের জন্য তারপর রাম নামে নির্মাণ হয়েছিল এই সেতু। ভগবান রাম এই সেতু পেরিয়ে লঙ্কায় গিয়ে রাবণের শৃঙ্খল থেকে সীতাকে উদ্ধার করে এনছিলেন। ছবিতে খিলাড়ি কুমারের সঙ্গে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডিজ, নুসরত ভারুচা।

ইতিমধ্যেই ছবি নিয়ে আইনি নোটিস জারি করেছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। যেখানে এই রাজনীতিবিদের আইনজীবী জানিয়েছিলেন, ‘আমার মক্কেল ২০০৭ সালে রাম সেতুর সংরক্ষণ ও সুরক্ষার জন্য সুপ্রিম কোর্টের সামনে সফলভাবে যুক্তি দিয়েছিলেন এবং সরকারের সেতুসমুদ্রম শিপ চ্যানেল প্রকল্পের বিরোধিতা করেছিলেন। যে প্রকল্পে রাম সেতুকে [হিন্দুরা যাকে পবিত্র বলে মনে করে] ভেঙে ফেলার পরিকল্পনা করেছিল, ৩১ অগস্ট ২০০৭, সুপ্রিম কোর্ট রাম সেতু ভেঙে ফেলা বা ক্ষতি করার যে কোনও পরিকল্পনার বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করে, যা সন্তোষজনক ছিল… এটা আমার মক্কেল জানতে পেরেছেন যে, রাম সেতু নামে একটি সিনেমা তৈরি হয়েছে যা ২৪ অক্টোবর মুক্তি পাবে। আদালতের কার্যক্রম অনুযায়ী পূর্ববর্তী সরকার দ্বারা ভেঙে ফেলার চেষ্টা করা রাম সেতুকে বাঁচানো এই ছবির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এবং যদি এটি উল্লেখিত সিনেমায় চিত্রায়ণ করা হয়ে থাকে, তাহলে আমার মক্কেল আদালতের কার্যক্রম শুরু করার মাধ্যমে এই সিনেমায় অবদান রেখেছেন এবং আমার ক্লায়েন্ট মূল তথ্যের সঠিক চিত্রায়ন এবং ছবিতে মূল আবেদনকারীর নাম হিসাবে তাঁর নাম নথিভুক্ত থাকতে হবে।’

অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’ ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক শর্মা। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে অক্ষয়ের সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’, আমাজন প্রাইম ভিডিয়ো, আবুদান্তিয়া এন্টারটেনমেন্ট এবং লাইকা প্রোডাকশন।

 

 

 

 

বন্ধ করুন